Subhashree Ganguly: ‘বাংলাতেও এই সব’! মুম্বই থেকে ফিরতেই কেন সমালোচিত শুভশ্রী?

Subhashree Ganguly: আর মাস দুয়েক পরেই মা হবেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়। কিন্তু কাজের বিরাম নেই। সম্প্রতি কাজের জন্যই তিনি উড়ে গিয়েছিলেন মুম্বই। সেখানে থেকে ফিরেছেন আজ অর্থাৎ শনিবার। বিমানবন্দরে তাঁকে নিতে এসেছিল ছোট্ট ইউভান। সেই ভিডিয়ো পাপারাৎজি ফ্রেম বন্দী করতেই চরম কটাক্ষের মুখোমুখি হতে হল তাঁকে।

Subhashree Ganguly: বাংলাতেও এই সব! মুম্বই থেকে ফিরতেই কেন সমালোচিত শুভশ্রী?
মুম্বই থেকে ফিরতেই কেন সমালোচিত শুভশ্রী?

| Edited By: বিহঙ্গী বিশ্বাস

Sep 23, 2023 | 8:11 PM

 

আর মাস দুয়েক পরেই মা হবেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়। কিন্তু কাজের বিরাম নেই। সম্প্রতি কাজের জন্যই তিনি উড়ে গিয়েছিলেন মুম্বই। সেখানে থেকে ফিরেছেন আজ অর্থাৎ শনিবার। বিমানবন্দরে তাঁকে নিতে এসেছিল ছোট্ট ইউভান। সেই ভিডিয়ো পাপারাৎজি ফ্রেম বন্দী করতেই চরম কটাক্ষের মুখোমুখি হতে হল তাঁকে। পাপারাৎজির চল বলিউডে প্রচলিত থাকলেও টলিউডে নেই বললেই চলে। তবে সম্প্রতি শহরে শুরু হওয়া এই সংস্কৃতিতে ক্ষুব্ধ নেটিজেনদের একটা বড় অংশ ক্ষোভ উগরে দিয়েছেন শুভশ্রীর উপর। তাঁদের দাবি, নায়িকা নিজেই ডেকে নিয়ে এসেছেন প্যাপজদের। ওদিকে আবার মা’কে দেখে যেভাবে ইউভান প্রতিক্রিয়া দিয়েছে,তা নিয়েও প্রশ্ন তুলেছেন কেউ কেউ।

ভিডিয়োতে দেখা যাচ্ছে, মায়ের কাছে প্রথমটায় যেতে খানিক অস্বীকারই করছিল ছোট্ট ইউভান। আর তা নিয়েই হয়েছে ট্রোলিং। কমেন্ট বক্সে একজন লিখেছেন, ” এঁদের সবটাই শো-অফ। ভিতরে সবটাই ফাঁকা।” ট্রোলিং যদিও শুভশ্রীর অভিধানে নতুন নয়। অতীতেও বহুবার কটাক্ষের মুখোমুখি হয়েছেন তিনি। যদিও সে সব নিয়ে বিন্দুমাত্র ঘামাতে রাজি নন তিনি। আপাতত নিজের প্রেগন্যান্সি জার্নি নিয়ে উচ্ছ্বসিত নায়িকা। প্রসঙ্গত, শুভশ্রী ফিরলেও দিন কয়েক পরেই মুম্বই উড়ে যাবেন রাজ। সেখানে এক বড় ওটিটি প্ল্যাটফর্মের সঙ্গে বড়সড় কিছু পরিকল্পনা রয়েছে তাঁর। আগামী ডিসেম্বরে মা হওয়ার কথা শুভশ্রীর।

 

 

এর আগে শুভশ্রীর মা হওয়া নিয়ে মুখ খুলেছিলেন রাজ। টিভিনাইন বাংলাকে বলেছিলেন, ‘তিন মাস না হলে তো জানাতে নেই, তাই আমরাও ব্যাপারটা বলিনি, আজ তিন মাস পার হতেই সবার সঙ্গে খবরটা শেয়ার করে নিলাম। ভীষণ খুশি প্রত্যেকেই।” ইউভানের জন্মের তিন বছর পরেই ফের সন্তানের পরিকল্পনা। পরিকল্পিত নাকি হঠাৎই জীবনে সদস্য সংখ্যা বাড়ছে? উওরে তিনি বলেন, “একেবারেই পরিকল্পিত। আমি-শুভ ঠিকই করেছিলাম ইউভানের তিন বছর হতেই ওর একজন খেলার সঙ্গী নিয়ে আসতে হবে। সেই মতোই সবটা হচ্ছে। যদি কেউ ভাবে আনপ্ল্যান্ড তা কিন্তু একেবারেই নয়।”