সারাটা দিন ধরেই শহর আজ ভিজেছে। শনিবার ছুটি পাননি যারা, অফিসের ব্যস্ততার মধ্যেও তাঁদের চোখ চলেই গিয়েছে বাইরে। জানালায় টানা বৃষ্টি দেখতে দেখতে কখন যে সময় পেরিয়ে গিয়েছে টেরই পাওয়া যায়নি। শুভশ্রী গঙ্গোপাধ্যায়ও আজ সারাটা দিন বাড়িতেই ছিলেন। বৃষ্টিভেজা শনিবারে তাঁর সঙ্গী হয়েছে ‘ল্যাদ’। আরবানার জানলা থেকে আকাশ দেখা যায় অনেকটা। হাইরাইজের ভিতর থেকে উঁকি দেয় কালো মেঘ। ইউভানের সঙ্গে সারাটা দিন আজ এভাবেই কেটেছে শুভশ্রীর। সঙ্গী, বই, সিনেমা, আর অনেকটা আদর। রাজ গিয়েছেন মুম্বইয়ে। তাঁকে কি মিস করছেন নায়িকা। মায়ের মতো ইউভানও আজ খানিক অলস মেজাজে। খাটের উপর সেও ব্যস্ত ফোনে। এর আগে বেডরুমের ছবি নায়িকা প্রায় শেয়ার করেননি বলেই চলে। নতুন ভাবে তাঁর বেডরুমের ঝলক দেখে খুশি অনুরাগীরাও।
তবে প্রতিদিন এভাবে মোটেই কাটে না শুভশ্রীর। আর কিছু দিন পরেই দ্বিতীয় বার মা হবেন তিনি। ঘরে আসবে নতুন অতিথি। শুভশ্রী কিন্তু কাজ করা মোটেও থামিয়ে দেননি। বরং প্রতিদিন জিমে যাচ্ছেন তিনি। দিন কয়েক আগে জিমের সেই ভিডিয়োও শেয়ার করেছিলেন সোশ্যাল মিডিয়ায়। তা নিয়ে অবশ্য হয়েছিল বিস্তর সমালোচনাও। অনেকেই আট মাসের গর্ভবতী শুভশ্রীকে জিমে যেতে নিষেধ করেছিলেন। অনেকেরই মনে হয়েছিল শুভশ্রী যা করছেন তা নিতান্তই অবিবেচকের মতো কাজ। যদিও শুভশ্রী বারেবারেই জানিয়েছেন, প্রেগন্যান্সিকে কোনও রোগ মনে করতে নারাজ তিনি। বলেছিলেন, “আমি অন্তঃসত্ত্বা, অসুস্থ নই”। আপাতত কাজ থেকে খানিক বিরতি নায়িকার। মা হওয়ার পরে বিস্তর কাজ রয়েছে তাঁর।