শৈবাল মুখোপাধ্যায়ের পরিচালনায় ‘কুরবান’ ছবি মুক্তি পেয়েছে এই শুক্রবার। ছবির মুখ্য চরিত্রে রয়েছেন অঙ্কুশ হাজরা ও প্রিয়াঙ্কা সরকার। বাংলার এক মুসলিম পরিবারের গল্প নিয়ে তৈরি এই ছবি দেখতে হলে আসছেন না দর্শক। এ কথা নিজেই লিখেছিলেন ছবির নায়ক অঙ্কুশ। এবার তা দেখেই গর্বে মুখ ফুলে যাচ্ছে শুভশ্রীর গঙ্গোপাধ্যায়ের, যিনি আবার অঙ্কুশের খুব কাছের বন্ধুও বটে। বন্ধুর অসফলতায় কেন তিনি গর্বিত? কারণটা অঙ্কুশ নিজেই।
ইনস্টা পোস্টে নায়ক নিজেই লিখেছিলেন, “ভীষণই কম সংখ্যক মানুষ কুরবান দেখতে প্রেক্ষাগৃহে ঢুকছেন। সত্যটা মানতে একদম লজ্জা নেই। কিন্তু চারিদিকে বেশ ভাল রিভিউ পাচ্ছি ছবিটা নিয়ে। যে কয়জন মানুষ হলমুখী হচ্ছেন তাঁদের সত্যি ভাল লেগে থাকলে বাকিদের বলবেন যেতে।” বিগত বেশ কিছু বছরে বাংলা ছবির দর্শক সংখ্যা ও ছবির সংখ্যা এই দসুই-ই কমেছে। সেই কারণে হালফিলে এক ট্রেন্ড উঠেছে, “বাংলা ছবির পাশে দাঁড়ান”। যদিও সেই ট্রেন্ডে গা না ভাসিয়েই অঙ্কুশ আরও লেখেন, “না, বাংলা ছবির পাশে দাঁড়াতে অনুরোধ করছি না। শুধু ভাল লাগছে আশেপাশের মানুষদের জানাবেন। না, মানে আপনাদের ছাড়া কাদের অনুরোধ করব বলুন? আপাতত প্রেক্ষাগৃহে যে মাছিগুলো উড়ছে তাদের তো আর বোঝাতে পারব না।” সত্যটা অকপটে স্বীকার করছেন অঙ্কুশ। প্রথম সারির নায়ক হয়েও তাঁর ছবি যে দর্শক দেখতে আসছেন না, এ কথা ভনিতা না করে স্বীকার করে নেওয়ার মধ্যেই সাহস খুঁজে পেয়েছেন বন্ধু শুভশ্রী। অঙ্কুশের ওই পোস্ট শেয়ার করে তিনি লিখেছেন, “ধক লাগে। তোমার জন্য গর্বিত বন্ধু” একই সঙ্গে শুভশ্রীর আর্জি, “যাদের ছবিটা ভাল লেগেছে, তাঁরা বাকিদের বলুন ও দেখুন।”
বাংলা ছবির অবস্থা এই মুহূর্তে বিশেষ ভাল নয়। হাতেগোনা ছবি হিট। এই পুজোতে চারটে বড় ছবি মুক্তি পেলেও আশানুরূপ ফল করতে পেরেছে একটি ছবিই। সিঁদুরে মেঘ দেখছেন প্রযোজকরা। টলিপাড়ায় ঘনাচ্ছে আশঙ্কার অন্ধকার।