টলিউড অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়। সদ্য দ্বিতীয় সন্তানের জন্ম দিয়েছেন তিনি। কন্যা সন্তান কোল আলো করে এসেছে রাজ চক্রবর্তী ও শুভশ্রীর পরিবারে। এই জুটি পরিবারের রাজ কন্যার নাম রেখেছেন ইয়ালিনি। ইউভানের ৩ বছর বয়স হতে না হতেই দ্বিতীয় সন্তান নেওয়ার পরিকল্পনা করেছিলেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়। প্রথম সন্তান জন্ম দেওয়ার সময় অধিকাংশটাই বিশ্রামে ছিলেন তিনি। খুব একটা কাজ করেননি। মেদ জমেছিল শরীরে। যার ফলে ট্রোলের শিকারও হতে হয়েছিল তাঁকে। তবে এবার আর সেই ছবি দেখা গেল না। কারণ শুভশ্রী গঙ্গোপাধ্যায় এবার অন্তঃসত্ত্বা থাকাকালিন চুটিয়ে কাজ করেছেন। একের পর এক ছবি বর্তমানে তাঁর ঝুলিতে। তবে ছবি না করলেও রিয়্যালিটি শোয়ের বিচারকের ভূমিকাতে দেখা যায় তাঁকে। বেবিবাম্প নিয়ে সেরেছেন শুটিংও। চুটিয়ে কাজ করেছেন তিনি। বিজ্ঞাপন থেকে শুরু করে শুটিং, সবেতেই চুটিয়ে কাজ করতে দেখা গিয়েছে তাঁকে।
করেছেন শরীরচর্চা, করেছেন যোগা, নিত্য পরিবারের কাজ করতে দেখা গিয়েছে তাঁকে। ইউভানকে নিয়ে যাওয়া, নিয়ে আসা, সোশ্যাল মিডিয়ায় নিত্যদিন পোস্ট করা, বিজ্ঞাপনেও দেখা গিয়েছে তাঁকে। এমন কি হাসপাতালে ভর্তি হতে যাওয়ার আগেও শুভশ্রী কাজ করেছেন। এবার সন্তান জন্মের পর শেয়ার করলেন প্রথম ছবি। পোস্ট নিত্য থাকলেও শুভশ্রীর ছবি প্রকাশ্যে আসেনি এতদিন। এবার নিজেই নিজের ছবি শেয়ার করলেন, যা দেখে অবাক নেটপাড়া।
শরীরে নেই একটুও মেদ। ঝরঝরে চেহারা। স্লিম ফিগারে ফেটে পড়ছে জেল্লা। শুভশ্রীকে দেখে তাই প্রশংসায় পঞ্চমুখ নেটিজ়েনরা। শীঘ্রই শুরু করবেন কাজ। পরিবারে এখন খুশির মেজাজ। দুই সন্তানকে কিছুটা সময় দিয়েই দ্রুত কাজে ফেরার কথা টলিউডের ইন্দুবালার। পাল্টেছে রুটিন, পাল্টে গিয়েছে তাঁর লুক, ডায়েট ও শরীর চর্চায় কোনও ফাঁক রখাছেন না তিনি, তা তাঁর লুক দেখেই অনুমান করে নেওয়া যায়।