Raj-Subhashree: রাজের সঙ্গে সংসার, সত্যিই কি সুখে আছেন শুভশ্রী? ৫ বছর পর এ কী অভিনেত্রী

TV9 Bangla Digital | Edited By: জয়িতা চন্দ্র

May 14, 2023 | 12:16 PM

Relationship: বাস্তবে তাঁদের সংসার জীবন ঠিক কতটা সুখের? রাজকে বিয়ে করে কেমন আছেন শুভশ্রী? এবার নিজেই সেই কথা ফাঁস করলেন অভিনেত্রী।

Raj-Subhashree: রাজের সঙ্গে সংসার, সত্যিই কি সুখে আছেন শুভশ্রী? ৫ বছর পর এ কী অভিনেত্রী

Follow Us

জীবনে ছিল অন্য কেউ, প্রথম প্রেম থেকে বেরিয়ে রাজ চক্রবর্তীর হাত ধরেছিলেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়। রাজ চক্রবর্তীর ক্ষেত্রেও সমীকরণটা একই। একে অন্যকে মন দিয়ে বেশকিছুদিন খবর রেখেছিলেন গোপনে। তবে খুব বেশিদিন চাপা থাকেনি টলিপাড়ার এই প্রেমকাহিনি। কিছুদিনের মধ্যেই খবরের শিরোনামে জায়গা করে নিয়েছিলেন জুটি। তারপরই থেকেই শুরু জীবনের এক নয়া অধ্যায়। চার হাত এক হয়েছিল রাজ-শুভর। টলিউডে দাপটের সঙ্গে রাজত্ব করছেন যাঁরা। একদিকে রাজ চক্রবর্তীর পরিচালনা, অন্যদিকে শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের একের পর এক ভাল কাজ, টলিপাড়াকে সদাই হিট উপহার দিয়ে আসছেন।

কেবল সিনেদুনিয়া নয়, সংসারও করছেন তাঁরা দিব্যি। সোশ্যাল মিডিয়ায় চোখ রাখলেই নিত্যদিন যার আভাস মেলে। ব্যতিক্রম ঘটতে দেখা যায় না কারও ক্ষেত্রেই। একে অপরকে নিয়ে প্রশংসা করার কোনও যুক্তিও ছাড়েন না তাঁরা। তবে এতো গেল ওপর-ওপর। বাস্তবে তাঁদের সংসার জীবন ঠিক কতটা সুখের? রাজকে বিয়ে করে কেমন আছেন শুভশ্রী? এবার নিজেই সেই কথা ফাঁস করলেন অভিনেত্রী।

সোশ্যাল মিডিয়ায় নিজেদের একটি ছবি শেয়ার করে শুভশ্রী লিখলেন, ”যখন আমাদের এই ছোট গল্পের দিকে ফিরে তাঁকাই, আমি বুঝতে পারি, আমি চিরকালের থেকে বেশি সুখী। আর এসব কেবল তোমার জন্যই। পঞ্চমবর্যের শুভেচ্ছা রাজ। আমি তোমায় ভালবাসি”।

রাজ চক্রবর্তীর সঙ্গে সম্পর্কে আসার পর থেকেই কেরিয়ার গ্রাফে বিস্তর বদল এসেছে শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের। ঝড়ের গতিতে ভাইরাল হয়েছিলেন শুভশ্রী নয়া লুকে। পাল্টেছে ছবির ঘরানা, পাল্টেছে তাঁর অভিনয়ের ভাঁজ। শুভশ্রী গঙ্গোপাধ্যায় নিজেই একাধিক সাক্ষাৎকারে বলেছিলেন, তাঁকে সেভাবে কেউ অন্যধারার ছবিতে ভাবছিলেন না। কেবল বাণিজ্যিক ছবিতেই তাঁকে দেখা যাচ্ছিল। তবে কি এখন বাণিজ্যিক ছবি তিনি করছেন না? এখন তাঁর থেকে যে ধরনের কাজ টলিউড পাচ্ছে, তা অনেক বেশি উল্লেখযোগ্য ব্যবসাও করছে ভাল।

Next Article