
শুভশ্রী গঙ্গোপাধ্যায়, বর্তমানে যাঁর সময় কাটছে বাড়ির চার দেওয়ালের মধ্যে। কারণ একটাই, আর মাত্র কয়েকটা দিনের অপেক্ষা। তারপরই রাজ চক্রবর্তী ও শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের পরিবারে আসতে চলেছে নতুন সদস্য। তাঁরা স্থির করেছিলেন ইউভানের যখন বয়স হবে বছর তিন, ঠিক তখনই তাঁরা দ্বিতীয় সন্তান নেবেন। করেছেনও তাই। এখন কেবল পলক গোনার পালা। কারণ একটাই, বর্তমানে ৯ মাসের অন্তঃসত্ত্বা শুভশ্রী গঙ্গোপাধ্যায়। আর মাত্র কটা দিন। সদ্য ঘটা করে দেওয়া হয়েছে শুভশ্রীর সাধ। দিয়েছিলেন তাঁর মা। শুভশ্রী গঙ্গোপাধ্যায় সোশ্যাল মিডিয়ায় বেজায় সক্রিয়। তাই মাঝে মধ্যেই তিনি ভক্তদের জন্য সোশ্যাল মিডিয়ায় এক-একটি পোস্ট করে থাকেনয এবার স্মৃতিতে ফিরলেন শুভ।
বিদেশ ভ্রমণের একটি ছবি শেয়ার করে সোশ্যাল মিডিয়ায় রাজের প্রতি ভালবাসা উজার করে দিলেন শুভশ্রী। লিখলেন, আমার যা কিছু সব তোমার হাতে। রিলসটি দেখা মাত্রই ভালবাসায় ভরালেন ভক্তরা। শুভশ্রী ও রাজের জুটি টলিউডের বেশ পছন্দের। তাঁদের তৈরি এক একটি ছবি বর্তমানে চর্চায়। রাজের হাত ধরেই অন্য অবতারে সামনে এসেছিলেন, সকলেই পরিণীতা বেশ পছন্দ করেছিল। সোশ্যাল মিডিয়ায় তাই তাঁদের পোস্ট মানেই নজর কাড়া। ছোট্ট উইউভানের নানান কাণ্ড কারখানা হোক কিংবা তাঁদের একান্ত মুহূর্ত, ফ্রেমবন্দি হতে দেখা যায় সবটাই।
রাজ ও শুভশ্রীর পরিবার এখন সকলের নজরের কেন্দ্রে। সেলেব পরিবারে আসতে চলেছে নতুন সদস্য। ইউভানের খেলার সঙ্গী। সাত মাসের সাধে শাড়ি নয় ফ্লোরাল প্রিন্টের সরু স্ট্রিপের কুর্তা আর শাঁখা-পলায় সেজেছিলেন তিনি। এবার পাত সাজিয়ে শুভশ্রীকে ৯ মাসের সাধ খাওয়ালেন রাজ চক্রবর্তীর দিদি ও ভাগ্নি। এবার শুভশ্রীকে দেখা গেল একেবারে সাবেকি সাজে। লাল স্লিভলেস ব্লাউজ দিয়ে পরলেন সাদা রঙের একটি ঢাকাই। সঙ্গে ভীষণ সুন্দর সোনার গয়না। গলার হার, কানপাশা, আংটি, মাথায় সিঁদুর আর টিপে খুব সুন্দর দেখতে লাগে তাঁকে। সকলেই পছন্দ করেন তাঁর এই লুক।