Subhasree Ganguly: ইউভানের সঙ্গে কার্টুন ডান্সে মত্ত শুভশ্রী, ভিডিয়ো শেয়ার করলেন রাজ

TV9 Bangla Digital | Edited By: জয়িতা চন্দ্র

Jul 10, 2023 | 12:26 PM

Viral Post: এই সময়টা তিনি ব্যস্ত থাকেন ইউভানের সঙ্গে। তিনি ও রাজ যেটুকু সময় ইউভানকে দেন, সেটুকু সময় অন্য কোনও কিছুর সঙ্গে নিজেকে যুক্ত।

Subhasree Ganguly: ইউভানের সঙ্গে কার্টুন ডান্সে মত্ত শুভশ্রী, ভিডিয়ো শেয়ার করলেন রাজ

Follow Us

শুভশ্রী গঙ্গোপাধ্যায় এক কথায় বেজায় সংসারী মানুষ। বিভিন্ন সাক্ষাৎকারে তিনি বারবার এ দাবি করে থাকেন, সময় সুযোগ পেলেই পরিবারকে সময় দিতেই পছন্দ করেন তিনি। না, তিনি কেবল একা নয়, সঙ্গে রাজ চক্রবর্তীও কাজ শেষ হওয়া মাত্রই বাড়ি ছুটে আসেন পরিবারের টানে। মা-বাবা দুজনেই কর্মরত, তাই দিনভর অপেক্ষায় থাকে ছোট্ট ইউভান। তাই বাড়ি ফেরা মাত্রই তাকে যথাসম্ভব সময় দেয়ার চেষ্টা করেন এই জুটি। সম্প্রতি নিজের দোষের কথা বলতে গিয়ে শুভশ্রী গাঙ্গুলী জানিয়েছিলেন বাড়ি ফেরার পর তিনি তার ফোন সাইলেন্ট করে দেন। যার ফলে অনেক গুরুত্বপূর্ণ ফোনও অনেক সময় ধরে উঠতে পারেন না।

কারণ দেখিয়েছিলেন, এই সময়টা তিনি ব্যস্ত থাকেন ইউভানের সঙ্গে। তিনি ও রাজ যেটুকু সময় ইউভানকে দেন, সেটুকু সময় অন্য কোনও কিছুর সঙ্গে নিজেকে যুক্ত। ফোন ল্যাপটপ কিংবা অন্য প্রসঙ্গে কথাবার্তা কোনও কিছুই করেন না এই সময়টাতে। সন্তান মানুষ করার প্রসঙ্গে শুভশ্রী বলেছিলেন, তাঁর মা তাঁকে উপদেশ দিয়েছিলেন সন্তানকে বেশি সময় দিতে হবে এমন নয়। তবে যেটুকু সময় দেওয়া যায় সেটা যেন শুধু তাঁরই হয়।

মায়ের সেই কথা অক্ষরে অক্ষরে পালন করেন শুভশ্রী। যার প্রমাণ ইতি মধ্যে একাধিকবার ভক্তরা পেয়েছেন সোশ্যাল মিডিয়ায়। এবারও তার ব্যতিক্রম হল না। ব্যস্ততার মাঝে খানিক সময় পেয়ে ইউভানের সঙ্গে কার্টুন নাচে ব্যস্ত শুভশ্রী। ভিডিয়ো প্রকাশ্যে আসতেই আবারও শুভশ্রীর প্রশংসায় পঞ্চমুখ ভক্তরা। টিভির পর্দায় চলছে গান নাচছে এক কার্টুন চরিত্র যা দেখে নকল করছেন শুভশ্রী ও মাকে দেখে নাচতে ব্যস্ত ছোট্ট জীবন। শুভশ্রী এখন অন্তঃসত্তা। আবারও তিনি মা হতে চলেছেন, সম্প্রতি এই সুখবর ভাগ করে নিয়েছেন তিনি সকলের সঙ্গে। চলতি বছর ডিসেম্বরে চক্রবর্তী পরিবারে আসবে নতুন সদস্য। ইউভান পাবে তার খেলার সঙ্গী। অপেক্ষায় দিন গুনছেন ভক্তরা।

Next Article