AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Tollywood Valentine’s Day: প্রতিটা দিনই ভালবাসার, প্রেমদিবসে কাকে খোলা চিঠি শুভশ্রীর

Subhashree Gaguly: একসঙ্গে চুটিয়ে কাজ করার পাশাপাশি সামলাচ্ছেন সংসারও। ছোট্ট ইউভানকেও দিচ্ছেন সময়। তাই বলে প্রেমে ভাটা নেই।

Tollywood Valentine's Day: প্রতিটা দিনই ভালবাসার, প্রেমদিবসে কাকে খোলা চিঠি শুভশ্রীর
| Edited By: | Updated on: Feb 14, 2023 | 8:52 PM
Share

প্রেমদিবস বলে কথা। গত এক সপ্তাহ ধরে একের পর এক পোস্ট সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে কেবলই ভালবাসা নিবেদন করেই। কখনও সেলেবজুটির মধ্যে বার্তা আদানপ্রদান, কখনও আবার প্রকাশ্যে উঠে আসতে দেখা যায় নানা প্রেমকাহিনি, গোপনে মন দেওয়া নেওয়ার পর্ব। আর সেই তালিকাতে নাম লেখানে না শুভশ্রী গঙ্গোপাধ্যায় তা কি হয়? বরাবরই সোশ্যাল মিডিয়ায় সক্রিয় শুভশ্রী গঙ্গোপাধ্যায়। তাঁর সঙ্গে রাজ চক্রবর্তীর প্রেম কাহিনি ঠিক যেন গল্পের মতো। একসঙ্গে চুটিয়ে কাজ করার পাশাপাশি সামলাচ্ছেন সংসারও। ছোট্ট ইউভানকেও দিচ্ছেন সময়। তাই বলে প্রেমে ভাটা নেই। প্রেমদিবসের তিন দিন আগে থেকেই সোশ্যাল মিডিয়ায় নজরে আসে তাঁদের একে অপরকে কেন্দ্র করে পোস্ট করতে। এবার ভ্যালেন্টাইন্স ডে-তে নজরে এল সেই একই ছবি। রাজের সঙ্গে একগুচ্ছ ছবি শেয়ার করে লিখলেন প্রতিটাদিনই তাঁদের কাছে ভালবাসার দিন।

বর্তমানে শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের ঈন্দুবালার হোটেল ও রাজ চক্রবর্তীর আবার প্রলয় চর্চা। যদিও কাজের ফাঁকে সময় পেলেই ভ্রমণেও বেরিয়ে পড়েন তাঁরা। সেপ্টেম্বর মাসেই দেখা গিয়েছিল সুইজারল্যান্ডে রাজ চক্রবর্তী, শুভশ্রী গঙ্গোপাধ্যায়। সঙ্গে ছেলে ইউভান। তাঁরা সপরিবারে প্রায়ই বেড়াতে যান। সেই ছবি ভাগও করে নেন সোশ্যাল মিডিয়াতে ভক্তদের সঙ্গে। ছেলে ইউভানের জন্মদিন উপলক্ষে তাঁরা গিয়েছিলেন সুইজারল্যান্ডে। সেখানে রোপওয়ে করে বেড়াতে যাওয়ার ভিডিয়ো শেয়ার করেনিছেন রাজ।

শুভশ্রীর কোলে ছেলে। ভিডিয়োতে শুভশ্রী শাহরুখ-কাজলের দিলওয়ালে দুলহনিয়া লে জায়েঙ্গে ছবির টিউন গুনগুন করছেন ছেলের সঙ্গে। রাজ ছেলেকে হ্যাপি বার্থ ডে বলেছিলেন ব্যাকগ্রাউন্ড থেকে। কারণ তিনি ভিডিয়োটি করেছিলেন। সেটা সোশ্যাল মিডিয়ায় রাতারাতি ভাইরাল হয়ে গিয়েছিল। বর্তমানে শুভশ্রী ডান্স বাংলা ডান্স-এর বিচারকের আসনে দেখা যাবে।