পাহাড়ের সঙ্গে প্রথম আলাপ; ‘হ্যাপিনেস’ খুঁজে পেল ছোট্ট শাহিদা
Sudipta Chakraborty: মেয়ে শাহিদার প্রথম বিমান যাত্রার ছবিও সুদীপ্তা শেয়ার করেছেন।
উত্তরবঙ্গের সুন্দর পরিবেশে পারিবারিক সময় কাটাচ্ছেন অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তী। তিনি একা নন। সঙ্গী হিসেবে সঙ্গে গিয়েছেন স্বামী ও পরিচালক অভিষেক সাহা, কন্যা শাহিদা, দিদি বিদীপ্তা চক্রবর্তী, জামাইবাবু পরিচালক বিরসা দাশগুপ্ত ও আরও অনেকে।
লকডাউন থেকেই কন্যা শাহিদা লাইমলাইটে। স্কুল বন্ধ। বাচ্চারা বাড়ির বাইরে বেরতে পারছে না। তাই সুদীপ্তা তাকে নানা ধরনের নাচ-গান-কবিতা-ছবি আঁকার মধ্যে ব্যস্ত রেখেছেন। শাহিদা দারুণ উপভোগও করেছে সবটা। এই ট্রিপেই প্রথম বিমানে যাত্রা করল সে। সুদীপ্তা বেশকিছু ছবি পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায়। লিখেছেন, “বিমানে প্রথম উড়ান। আকাশে প্রথম ডানা মেলল। নতুন এলাকা পরিদর্শন করতে চলেছে শাহিদা।”
এই ছবি পোস্ট করার কিছুক্ষণের মধ্যে আরও একটি ছবি পোস্ট করেন অভিনেত্রী। একটি গ্রুপ ফটো। কলকাতা বিমান বন্দরের ছবি। প্লেনে ওঠার ঠিক আগে তোলা সেই ছবিতে সকলেই রয়েছেন – সুদীপ্তা, বিদীপ্তা, বিরসা, অভিষেক, তাঁদের সন্তানরা, ট্রিপের অন্য সদস্যরাও। লকডাউনে, করোনায় ঘরে থেকে সকলেই হাঁপিয়ে উঠেছিলেন। তাই বেড়াতে যাওয়ার আনন্দের ছাপ সকলের চোখে মুখে লেগে আছে স্পষ্ট।
কিছুক্ষণ আগে আরও একটি সুন্দর ছবি পোস্ট করেছেন সুদীপ্তা। দেখা যাচ্ছে, সবুজে ঘেরা প্রাকৃতিক সৌন্দর্যে আনন্দে খেলে বেড়াচ্ছে শাহিদা। মেয়ের এই আনন্দ ক্যামেরা বন্দি করেছেন মা। লিখেছেন, “পাহাড়ের সঙ্গে মেয়ের প্রথম আলাপ।” প্রসঙ্গত, বড় পর্দায় ইতিমধ্যেই অভিনয় করে ফেলেছে শাহিদা। পরিচালক সুমন ঘোষের ছবি ‘সার্চিং ফর হ্যাপিনেস’। বেশ কিছু আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও যাত্রা করে ফেলেছে এই ছবি। সুদীপ্তাও অভিনয় করেছেন তাতে। শাহিদার এই ছবি দেখে বোঝাই যাচ্ছে, নিদারুণ ‘হ্যাপিনেস’ খুঁজে পেয়েছে সে।
আরও পড়ুন: টম ক্রুজ থেকে শিল্পা শেট্টি; সকলেই বিয়ে করেছেন তাঁদের ফ্যানদের