Abhisekh-Surabhi: ‘আমার বাড়ি, আমার বাচ্চা, আমার শান্তি…’, ‘গঙ্গারাম’-এর জন্মদিনে আদুরে পোস্ট প্রেমিকার

Abhisekh-Surabhi: এ বছরের শুরুর দিকের ঘটনা। সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক অভিযোগ এনেছিলেন অভিষেক। তিনি লিখেছিলেন..

Abhisekh-Surabhi: আমার বাড়ি, আমার বাচ্চা, আমার শান্তি..., গঙ্গারাম-এর জন্মদিনে আদুরে পোস্ট প্রেমিকার
দুজনে।

| Edited By: বিহঙ্গী বিশ্বাস

Oct 09, 2022 | 9:21 AM

 

২০২১ কেও স্বাগত জানিয়েছিলেন দিয়া মুখোপাধ্যায়ের হাত ধরে, কিন্তু গত দেড় বছরে জল গড়িয়েছে বহুদূর। দিয়ার সঙ্গে তিক্ত হয়েছে সম্পর্ক, হয়েছে ব্রেকআপ, জীবনে এসেছে নতুন মানুষ। কথা হচ্ছে, অভিনেতা অভিষেক বসুর। পর্দায় কিছু দিন আগে যিনি ছিলেন গঙ্গারাম। এবার গঙ্গারামের জন্মদিনে ভালবাসায় ভরা পোস্ট মনের মানুষ সুরভী মল্লিকের, যিনি নিজেও ইন্ডাস্ট্রির সঙ্গে জড়িত।

আদরে মাখামাখি এক ছবি পোস্ট করেছেন সুরভী। তিনি লিখেছেন, “আমার প্রিয় বন্ধুকে জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা, আমার শান্তি, আমার আনন্দের জায়গা, আমার দুষ্টুমি করার মানুষ, আমার ঘর, আমার বাচ্ছা, যা চেয়েছিলাম সব তোমার মধ্যে দিয়েই পেয়েছি।” এখানেই না থেকে সুরভী আরও লেখেন, “আমি ভগবানকে প্রতি মুহূর্তে ধন্যবাদ জানাই তোমার জন্মদিনের। তুমি আমার এঞ্জেল। ভগবান তোমায় অনেক অনেক আনন্দ দিক। যা তুমি দাবীদার সে সব যেন তোমার কাছে আসে। আরও অনেক জন্মদিন তোমার সঙ্গে কাটাতে চাই অভি। সুর, তোমার খুব ভালবাসে”।

এ বছরের শুরুর দিকের ঘটনা। সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক অভিযোগ এনেছিলেন অভিষেক। তিনি লিখেছিলেন, “কিছু মানুষ আছে যারা তোর আর আমার খারাপ চায়। তারা চায় যে আমরা যেন আলাদা হয়ে যাই। তারা চায় আমরা যেন অসুখী থাকি, তোর আর আমার ছবিতে অভিশাপ দিয়ে নিজেদের ভগবান মনে করে। তারা সবাই একদিন বুঝবে যে অন্যের খারাপ চাইলে নিজের ভাল হয় না।”

এখানেই থামেননি অভিষেক। পোস্টে তিনি আরও লিখেছিলেন যারা তাঁর ও তাঁর প্রেমিকার খারাপ চায়, তাদের ভগবান দেখে নেবেন। একই সঙ্গে সুরভীর প্রেমে সিক্ত হয়ে অভিষেক লেখেন, “আমার শিবজি আর তোর গণেশজি জানেন, জীবনে অনেক ভুল পেরিয়ে যাকে খুঁজছিলাম তাঁকে পেয়েছি। এই বিশ্ব আমাদের এক করেছে।” যারা সামাজিক মাধ্যমে তাঁদেরকে বিব্রত করছেন তাঁদের উদ্দেশেও কড়া বার্তা দিয়েছেন অভিষেক। প্রশ্ন হল, অভিষেকের পোস্ট এই ‘কিছু মানুষ’ আদপে কে বা কারা? নেটিজেন নাকি প্রাক্তন প্রেমিকা দিয়া? সে বিষয়ে নিরুত্তরই থেকেছিলেন তিনি।