Swastika Mukherjee: কার প্রেমিকের সঙ্গে ডিনার ডেটে স্বস্তিকা? রহস্য ফাঁস করলেন নিজেই

Viral Post: অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়ের একমাত্র মেয়ে অন্বেষা। স্টারকিডদের জীবন নিয়ে নেটিজেনদের কৌতূহল বহুদিনের।

Swastika Mukherjee: কার প্রেমিকের সঙ্গে ডিনার ডেটে স্বস্তিকা? রহস্য ফাঁস করলেন নিজেই

| Edited By: জয়িতা চন্দ্র

Apr 13, 2023 | 10:35 AM

স্বস্তিকা মুখোপাধ্যায়। বরাবরই তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে ভক্তদের মনে কৌতুহল তুঙ্গে। তাঁর সম্পর্ক থেকে শুরু করে সংসার, সবই লাইম লাইটে। অভিনেত্রীও খুব একটা রাখঢাক পছন্দ করেন না। একদিকে যে চুটিয়ে কাজ করছেন, ঠিক তেমনই আবার তিনি ব্যক্তিগত সময়ও বেশ উপভোগ করেন। সদ্য এক বড় ঝড় কাটিয়ে উঠেছেন স্বস্তিকা। তাঁর সম্প্রতি করা এক ছবি নিয়ে বেজায় সমস্যার মুখে পড়েছিলেন তিনি। যদিও সেই সমস্যা থেকে নিজেকে সরিয়ে আনার সিদ্ধান্তই নিয়েছিলেন তিনি। ছবির পক্ষ থেকেও স্বস্তিকার পাশে থাকার আশ্বাস দেওয়া হয়। তবে সে সকল জটিলতা কাটিয়ে এবার সোশ্যাল মিডিয়ায় ফ্রেস লুকে হাজির অভিনেত্রী।

গেলেন ডিনার ডেটিং-এ। ভাবছেন কার সঙ্গে? না, তিনি অন্য কেউ নন, স্বস্তিকার মেয়ে ও তাঁর প্রেমিকের সঙ্গেই ডিনার উপভোগ করলেন অভিনেত্রী। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতেই নজর কাড়ল ভক্তদের। মেয়ে অন্বেষা মুখোপাধ্যায় ও তাঁর চর্চিত প্রেমিক শ্লোক চন্দনের সঙ্গেই একান্তে সময় কাটালেন অভিনেত্রী। ক্যাপশনে লিখলেন, ‘ডেট নাইট বাচ্চাদের সঙ্গে।’ তবে এখানেই ইতি নয়, পরবর্তী ডেটিংয়ের প্ল্যানও দ্রুত সেরে ফেলতে চান স্বস্তিকা মুখোপাধ্যায়।

অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়ের একমাত্র মেয়ে অন্বেষা। স্টারকিডদের জীবন নিয়ে নেটিজেনদের কৌতূহল বহুদিনের। জানিয়ে রাখা যাক, প্রেমের সম্পর্কে রয়েছেন অন্বেষা। ইনস্টাগ্রামে নিজেই আলাপ করিয়ে দিয়েছেন প্রেমিকের সঙ্গে। শুধু তাই নয়, সম্পর্কের এক বছর পূর্তিতে প্রেমিকের সঙ্গে দিয়েছেন আদুরে পোস্ট। তাঁর প্রেমিকের নাম শ্লোক চন্দন। শ্লোকের সঙ্গে নানা মুহূর্তের ছবি ভাগ করে নিয়ে অন্বেষা লেখেন, “এক বছরের শুভেচ্ছা, ভালবাসা। এক বছর দারুণ কেটেছে। প্রতিটা মুহূর্ত ভাল লেগেছে আমার। তুমি আমার জন্য যা করেছে সে জন্য ধন্যবাদ। আমাদের প্রতিটা ঝগড়াই আজ আমাদের এতদূর নিয়ে এসেছে। মা সেদিন জিজ্ঞাসা করছিল, যে বেলুনটা তুমি আমায় প্রথম কিনে দিয়েছিলে তাতে এখনও হাওয়া রয়েছে কী করে, আমি বললাম এটাই হল ভালবাসা। আর মাত্র একটা মাস, তারপরেই আমি বাড়ি আসছি, তোমার কাছে আসছি। তোমায় ভালবাসি।”