Swastika Mukherjee: চুটিয়ে প্রেম করছেন স্বস্তিকার মেয়ে, প্রেমিককে চেনেন?

TV9 Bangla Digital | Edited By: বিহঙ্গী বিশ্বাস

Feb 27, 2023 | 12:54 PM

Swastika Mukherjee: অন্বেষা মুখোপাধ্যায় কে চেনেন? পরিচয়ে তিনি স্টারকিড। অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়ের একমাত্র মেয়ে তিনি।

Swastika Mukherjee: চুটিয়ে প্রেম করছেন স্বস্তিকার মেয়ে, প্রেমিককে চেনেন?
চুটিয়ে প্রেম করছেন স্বস্তিকার মেয়ে,

Follow Us

অন্বেষা মুখোপাধ্যায় কে চেনেন? পরিচয়ে তিনি স্টারকিড। অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়ের একমাত্র মেয়ে তিনি। স্টারকিডদের জীবন নিয়ে নেটিজেনদের কৌতূহল বহুদিনের। জানিয়ে রাখা যাক, প্রেমের সম্পর্কে রয়েছেন অন্বেষা। ইনস্টাগ্রামে নিজেই আলাপ করিয়ে দিয়েছেন প্রেমিকের সঙ্গে। শুধু তাই নয়, সম্পর্কের এক বছর পূর্তিতে প্রেমিকের সঙ্গে দিয়েছেন আদুরে পোস্ট। তাঁর প্রেমিকের নাম শ্লোক চন্দন। শ্লোকের সঙ্গে নানা মুহূর্তের ছবি ভাগ করে নিয়ে অন্বেষা লেখেন, “এক বছরের শুভেচ্ছা, ভালবাসা। এক বছর দারুণ কেটেছে। প্রতিটা মুহূর্ত ভাল লেগেছে আমার। তুমি আমার জন্য যা করেছে সে জন্য ধন্যবাদ। আমাদের প্রতিটা ঝগড়াই আজ আমাদের এতদূর নিয়ে এসেছে। মা সেদিন জিজ্ঞাসা করছিল, যে বেলুনটা তুমি আমায় প্রথম কিনে দিয়েছিলে তাতে এখনও হাওয়া রয়েছে কী করে, আমি বললাম এটাই হল ভালবাসা। আর মাত্র একটা মাস, তারপরেই আমি বাড়ি আসছি, তোমার কাছে আসছি। তোমায় ভালবাসি।”

মেয়ের এই সম্পর্ক সম্পর্কে অবগত স্বস্তিকাও। মেয়ে জানিয়েছেন, বাড়ি ফিরে প্রেমিকের সঙ্গে সময় কাটাবেন তিনি। আর তাতেই তাঁর কপট অভিমান, “তাহলে বাড়িতে আমার সঙ্গে কে থাকবে?” শুধু কি মা, মাসির অজপা মুখোপাধ্যায়ের চোখেও বিস্ময়। লিখেছেন, “ভাবা যায়”? তাঁদের ছোট্ট মেয়ে যে আজ বড়, প্রেমের কথা লিখছেন প্রকাশ্যেই, পেয়েছেন ভালবাসার মানুষ– এ নেহাতই অবাক করা তাঁদের কাছেও। ওদিকে অন্বেষার সম্পর্কের কথা প্রকাশ্যে আসতেই বন্ধুবান্ধব থেকে শুরু করে নেটিজেন সবাই জানিয়েছেন ভালবাসা। আগামী দিনেও একসঙ্গে পথ চলুক তাঁরা এমনটাই কামনা তাঁদের।

মেয়েকে একা হাতে বড় করেছেন স্বস্তিকা। তিনি সিঙ্গল মাদার। মেয়ের ছোটবেলাতেই স্বামীর সঙ্গে ছাড়াছাড়ি হয়ে যাওয়ায় সমাজের কটাক্ষ শুনতে হয়েছে তাঁকেও। এমনকি বাবা না থাকায় স্কুলে ভর্তি করতেও মুখোমুখি হতে হয়েছে নানা সমস্যার। অনেকেই তাকিয়েছেন বাঁকা চোখে। কিন্তু সমাজের কেয়ার কবেই বা করেছেন তিনি। সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের বিচ্ছেদ-সন্তান নিয়ে মুখ খুলেছিলেন তিনি। বলেছিলেন, “যদি কখনও মনেও আসে যে বিয়ে ছাড়াও তো থাকতে পারতাম। তখনই মনে হয় মেয়েটাকে তো পেতাম না। আমার গোটা অস্তিত্বটাই যে অবলুপ্ত হয়ে যেত। আমি পাগল হয়ে যেতাম।” মেয়ে অন্বেষার সঙ্গে তাঁর বয়সের ফারাক খুব বেশি নয়। দুজনেই খুব ভাল বন্ধুও। সে প্রমাণ মিলল আরও একবার, মেয়ের এই সিদ্ধান্তেও পাশেই পেলেন মা’কে।

Next Article