Tolly Gossip: ‘১৫ বছর আগের প্রেমকেও…’, পরম-পিয়া ট্রোল্ড হতেই কী বললেন স্বস্তিকা?

TV9 Bangla Digital | Edited By: বিহঙ্গী বিশ্বাস

Dec 02, 2023 | 8:14 AM

Tolly Gossip: পরমব্রত চট্টোপাধ্যায় ও মানসিক স্বাস্থ্যকর্মী পিয়া চক্রবর্তী ভালবেসে বিয়ে করেছেন। ঘটনাচক্রে পিয়া গায়ক ও সুরকার অনুপম রায়ের প্রাক্তন স্ত্রী। ইন্ডাস্ট্রি সূত্রে পরমব্রত ও অনুপমও পূর্ব পরিচিত ও বন্ধুস্থানীয়। তাই নিয়ে বিগত চার-পাঁচ দিন ধরে চলছে নানা কটাক্ষ। অনেকেই এর প্রতিবাদ করেছেন। ঠিক যেমন করেছেন অভিনেতা আবীর চট্টোপাধ্যায়ের স্ত্রী নন্দিনী চট্টোপাধ্যায়।

Tolly Gossip: ১৫ বছর আগের প্রেমকেও..., পরম-পিয়া ট্রোল্ড হতেই কী বললেন স্বস্তিকা?
কী বললেন স্বস্তিকা?

Follow Us

পরমব্রত চট্টোপাধ্যায় ও মানসিক স্বাস্থ্যকর্মী পিয়া চক্রবর্তী ভালবেসে বিয়ে করেছেন। ঘটনাচক্রে পিয়া গায়ক ও সুরকার অনুপম রায়ের প্রাক্তন স্ত্রী। ইন্ডাস্ট্রি সূত্রে পরমব্রত ও অনুপমও পূর্ব পরিচিত ও বন্ধুস্থানীয়। তাই নিয়ে বিগত চার-পাঁচ দিন ধরে চলছে নানা কটাক্ষ। অনেকেই এর প্রতিবাদ করেছেন। ঠিক যেমন করেছেন অভিনেতা আবীর চট্টোপাধ্যায়ের স্ত্রী নন্দিনী চট্টোপাধ্যায়। না পরমব্রত বা পিয়ার নাম তিনি লেখেননি, তবে ‘টক্সিসিটি’ নিয়ে সরব তিনি। আবীরের ওই পোস্টে পিয়া চক্রবর্তী থেকে শুরু করে গায়িকা সাহানা বাজপেয়ী, স্বস্তিকা মুখোপাধ্যায় প্রায় সকলেই এই ‘টক্সিসিটি’র বিরুদ্ধে প্রতিবাদ বা সোশ্যাল মিডিয়ায় হেনস্থা হওয়ায় ঘটনা শেয়ার করেছেন। এই সব মন্তব্যের মধ্যেই বিশেষ ভাবে ভাইরাল হয়েছে স্বস্তিকা মুখোপাধ্যায়ের মন্তব্যটি। তাঁর কারণ একটাই।

কেরিয়ারের গোড়াতে দীর্ঘ সময় ধরে তিনি ও পরমব্রত প্রেমের সম্পর্কে ছিলেন। পিয়া চক্রবর্তীকে বিয়ের করে যখন নীতিপুলিশদের একটা বড় অংশ পরমব্রতের পূর্বে থাকা সকল সম্পর্ককে নিয়ে কাটাছেঁড়া করেছেন তখন স্বাভাবিক ভাবেই এসেছে স্বস্তিকার নামটিও। আর তা নিয়েই পরম অথবা পিয়ার নাম করেই অভিনেত্রী লিখেছেন, “১৫ বছর আগের প্রেমকেও টেনে আনল। আমার আর অবাক লাগে না।”

অন্যদিকে সাহানা বাজপেয়ীর কথায়, “৫ বছর আগে এক তারকা সঙ্গে বিচ্ছেদ হয়েছে, কিন্তু সেটা নিয়ে আমায় এখনও ট্রোলড হতে গয়। ওরা আমার মেয়ে রোহিনীকেও ছাড়ে না। ওরা পিতৃপরিচয় নিয়েও প্রশ্ন তোলে।” তারকাদের ট্রোল হওয়া নতুন বা বিচ্ছিন্ন ঘটনা নয়। ডিজিটাল যুগে প্রতিনিয়তই তাঁদের থাকতে হয় আতসকাচের মধ্যে। পরম, পিয়া, স্বস্তিকা, সাহানারা কেউই ব্যতিক্রমী নন। কেউ প্রতিবাদ করেন, কেউ আবার এড়িয়ে যান গোটা বিষয়টি।

Next Article