Swastika Mukherjee: বিদেশে প্রেমিকের সঙ্গে স্বস্তিকা-কন্যার ট্রিপ, সমুদ্র আর চুম্বনে জমজমাট প্রেম

Swastika Mukherjee: অন্বেষা মুখোপাধ্যায় কে চেনেন? তিনি স্টারকিড। মা স্বস্তিকা মুখোপাধ্যায়। স্টারকিডদের নিয়ে বলিপাড়ায় চর্চা কম নয়। টলিউডও বা পিছিয়ে থাকবে কেন?

Swastika Mukherjee: বিদেশে প্রেমিকের সঙ্গে স্বস্তিকা-কন্যার ট্রিপ, সমুদ্র আর চুম্বনে জমজমাট প্রেম
প্রেমিকের সঙ্গে স্বস্তিকা-কন্যার ট্রিপ

| Edited By: বিহঙ্গী বিশ্বাস

Aug 18, 2023 | 8:31 PM

অন্বেষা মুখোপাধ্যায় কে চেনেন? তিনি স্টারকিড। মা স্বস্তিকা মুখোপাধ্যায়। স্টারকিডদের নিয়ে বলিপাড়ায় চর্চা কম নয়। টলিউডও বা পিছিয়ে থাকবে কেন? ইনস্টায় বেশ ভালই অনুরাগী রয়েছে অন্বেষা। এ হেন অন্বেষাই প্রেমিক শ্লোকের সঙ্গে সম্প্রতি গিয়েছিলেন ভিয়েতনামে, অন্তত তাঁর ভিডিয়োতে Bui Vien Walking Street-এর ঝলক সে ইঙ্গিতই দিচ্ছে। ব্যাকগ্রাউন্ডে চলছে এপি ঢিলোর সেই জনপ্রিয় গান ‘পহলি প্যায়ার কি পহলি কাহানি’… শ্লোক আর অন্বেষা জমিয়ে ঘুরেছেন দেশের এ প্রান্ত থেকে অন্য প্রান্ত। সি-বিচে গাঢ় হয়েছে তাঁদের প্রেম, নাইটক্লাবে জমিয়ে নাচ অথবা ঠোঁট চুম্বনের মধ্যে দিয়েই জমে উঠেছে তাঁদের এই ট্রিপ।

এ সব দেখে মাসি অজপা মুখোপাধ্যায় অবাক। আদরের ‘মাম্মাই’কে লিখেছেন, “একটা ভিডিয়োর মধ্যে কত ভালবাসা, বড় হয়ে গেলি’। মেয়ের এই সম্পর্ক সম্পর্কে অবগত স্বস্তিকাও। এর আগে মেয়ে ও মেয়ের প্রেমিককে নিয়ে ‘ডেটে’ গিয়েছিলেন। ছবিও শেয়ার করেছিলেন। মেয়ের প্রথম ভালবাসা, সাদরে গ্রহণ করেছেন তিনি। ওদিকে অন্বেষাও মজে আছেন ভরপুর প্রেমে। তাঁর ইনস্টা অনুসরণকারীরা সে ঝলক পান প্রায়শই। একা হাতে মেয়েকে বড় করেছেন স্বস্তিকা। তিনি সিঙ্গল মাদার। মেয়ের ছোটবেলাতেই স্বামীর সঙ্গে ছাড়াছাড়ি হয়ে যাওয়ায় সমাজের কটাক্ষ শুনতে হয়েছে তাঁকেও। স্কুলে ভর্তি করা নিয়েও কম অপমান সহ্য করতে হয়নি।

সম্প্রতি এক সাক্ষাৎকারে এ বিষয়ে স্বস্তিকা বলেন, “যদি কখনও মনেও আসে যে বিয়ে ছাড়াও তো থাকতে পারতাম। তখনই মনে হয় মেয়েটাকে তো পেতাম না। আমার গোটা অস্তিত্বটাই যে অবলুপ্ত হয়ে যেত। আমি পাগল হয়ে যেতাম।” মা-মেয়ের বয়সের ফারাক খুব বেশি নয়। বন্ধু তাঁরা। দূরে থাকলেও দু’জন দু’জনকে আগলে রাখেন, রাখেন খেয়াল।