প্রচারের ফাঁকে বিজেপির তিন নায়িকার বসন্ত উৎসব পালন

জোরকদমে চলছে ভোটপ্রচার। কখনও এলাকার মানুষের বাড়িতে পৌঁছে যাচ্ছেন পায়েল। কখনও স্থানীয় কর্মীর বাড়িতে মধ্যাহ্নভোজ সারছেন তনুশ্রী। কখনও বা দেওয়াল লিখনে মনোযোগী শ্রাবন্তী। এ হেন ছবি সোশ্যাল মিডিয়ায় দেখেছেন মানুষ। এ বার দেখুন তাঁদের দোল পালনের ছবি।

প্রচারের ফাঁকে বিজেপির তিন নায়িকার বসন্ত উৎসব পালন
তিন নায়িকার সেলিব্রেশন। ছবি: ইনস্টাগ্রামের সৌজন্যে।
Follow Us:
| Updated on: Mar 28, 2021 | 2:51 PM

পেশা পরিবর্তন হয়েছে তাঁদের। না! পুরোপুরি পরিবর্তন হয়েছে, এ কথা বলা যাবে না হয়তো। তবে নিজস্ব পেশার পাশাপাশি অন্য পেশার বাড়তি দায়িত্ব এসে পড়েছে বৈকি! তাঁরা হলেন টলিউডের তিন নায়িকা তনুশ্রী চক্রবর্তী (Tanushree Chakraborty), পায়েল সরকার (Payel Sarkar) এবং শ্রাবন্তী চট্টোপাধ্যায় (Srabanti Chatterjee)।

সদ্য বিজেপিতে যোগ দিয়েছেন তিন জন। আর নতুন পিচে ব্যাট করতে নেমেই গুরুদায়িত্ব পেয়েছন। তিনজনই আসন্ন পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রার্থী। বিজেপির টিকিটে এ যেন মুখ রক্ষার লড়াই।

জোরকদমে চলছে ভোটপ্রচার। কখনও এলাকার মানুষের বাড়িতে পৌঁছে যাচ্ছেন পায়েল। কখনও স্থানীয় কর্মীর বাড়িতে মধ্যাহ্নভোজ সারছেন তনুশ্রী। কখনও বা দেওয়াল লিখনে মনোযোগী শ্রাবন্তী। এ হেন ছবি সোশ্যাল মিডিয়ায় দেখেছেন মানুষ। এ বার দেখুন তাঁদের দোল পালনের ছবি।

সোশ্যাল ওয়ালে শ্রাবন্তী যে ছবিটি শেয়ার করেছেন, সেখানে তাঁর সঙ্গে রয়েছেন তনুশ্রী এবং পায়েল। একই ছবি বাকি দুই নায়িকাও শেয়ার করেছেন। সকলেই সাদা পোশাক পরেছেন। সঙ্গে রংবাহারি ওড়না। কপালে আবিরের ছোঁয়ায় বসন্তের বার্তা। ছবিতে তাঁদের অন্তরঙ্গতা দেখে তাঁদের বন্ধুত্ব নিয়ে আলোচনা চলছে বিভিন্ন মহলে। নিন্দুকদের প্রশ্ন, সত্যিই কি তিন নায়িকা এতটাই বন্ধু? নাকি এই বন্ধুত্ব শুধুমাত্র ক্যামেরার সামনের? রাজনীতির ময়দানে যতই এক টিমের হয়ে খেলুন না কেন, কোথাও সম্পর্কের চোরাস্রোত কি রয়েছে?

আরও পড়ুন, এক বছর আগে শুরু করা কাজ অবশেষে শেষ করলেন সারা!

নির্বাচনী প্রচারে আরও একটি বিষয় উঠে এসেছে আলোচনায়। করোনার দ্বিতীয় ঢেউয়ের সামনে দাঁড়িয়ে গোটা বিশ্ব। এমনটাই মনে করছেন চিকিৎসক মহলের বড় অংশ। সেক্ষেত্রে করোনার সংক্রান্ত স্বাস্থ্যবিধি ভোট প্রচারে আদৌ পালন করা হচ্ছে কি না, তা নিয়ে প্রশ্ন রয়েছে। চলতি বছরের দোলও করোনার কারণেই অনেকটা সীমাবদ্ধ রাখার আর্জি জানিয়েছিলেন বিশেষজ্ঞরা। তা পালন হল কি না, তা নিয়ে প্রশ্নের মধ্যেই তিন নায়িকার ছবি নতুন করে এই প্রশ্নকে উস্কে দিচ্ছে।