Tathagata-Bibriti: তথাগতের সঙ্গে পাহাড়ের কোলে একান্তে বিবৃতি? মুখ খুললেন নায়িকা…

Tathagata-Bibriti: উৎসবের মরসুমে ঘুরতে গিয়েছেন অভিনেত্রী বিবৃতি চট্টোপাধ্যায়। ইনস্টা জুড়ে একের পর এক ছবি। কখনও শাড়ি পরে পাহাড়ের কোলে আবার কখনও বা কোন এক 'অজ্ঞাত' পুরুষের কাঁধ ছুঁয়ে যাচ্ছে তাঁর মাথা।

Tathagata-Bibriti: তথাগতের সঙ্গে পাহাড়ের কোলে একান্তে বিবৃতি? মুখ খুললেন নায়িকা...
একান্তে ওঁরা

| Edited By: বিহঙ্গী বিশ্বাস

Oct 08, 2022 | 3:37 PM

 

উৎসবের মরসুমে ঘুরতে গিয়েছেন অভিনেত্রী বিবৃতি চট্টোপাধ্যায় (Bibriti chatterjee)। ইনস্টা জুড়ে একের পর এক ছবি। কখনও শাড়ি পরে পাহাড়ের কোলে আবার কখনও বা কোন এক ‘অজ্ঞাত’ পুরুষের কাঁধ ছুঁয়ে যাচ্ছে তাঁর মাথা। কে সেই পুরুষ? পাহাড়ের কোলে বিবৃতির অবসর যাপন কার সঙ্গে? নেটিজেনদের ধারণা ওই রহস্যময় আদপে অভিনেত্রী দেবলীনা দত্তের স্বামী তথাগত মুখোপাধ্যায়, ইদানিং যার সঙ্গে বিবৃতির প্রেমের চর্চা তুঙ্গে। টিভিনাইন বাংলা যোগাযোগ করেছিল বিবৃতির(Tathagata-Bibriti)  সঙ্গে। পাহাড়ের কোল মেঘের আনাগোনা উপভোগ করতে করতে কী বললেন তিনি?

ফোন ধরেই জানালেন হিমাচল প্রদেশে ঘুরতে গিয়েছেন তিনি। সেখানে থাকবেন আরও কিছু দিন। পুজোর মরসুমে পাড়ি দিয়েছেন। তবে যে একা নয় সে কথা স্বীকার করেই নিলেন। সঙ্গে কে? তথাগত? এরপরেই যেন ফোনের ওপারে খানিক নীরবতা। তারপর বিবৃতির উত্তর, “এ নিয়ে কিছু বলতে চাই না”। বলতে না চাইলেও ছবি যেন বলে দিচ্ছে অনেক কিছুই, আর কথাতেই তো বলে নীরবতা সম্মতির লক্ষণ। বছরের গোড়ার দিকের ঘটনা। ক্রিকোণ প্রেমের গুঞ্জনে গরম হয়ে ওঠে টলিপাড়া। সেই প্রেমের কারণে ফাটল ধরে সম্পর্কে। দাম্পত্য ভেঙে যায়। দীর্ঘ ৮ বছরের বিয়ের বাঁধন থেকে বেরিয়ে আসেন অভিনেত্রী দেবলীনা দত্ত ও তথাগত মুখোপাধ্যায়। পরিচালকের নাম জড়ায় নায়িকার সঙ্গে।

এই তো মাস খানেক আগের ঘটনা। শহর কলকাতায় সেদিন চুটিয়ে বৃষ্টি নেমেছিল। শহরেরই এক আলো আঁধারি ক্যাফেতে বিবৃতি ও তথাগতকে ফ্রেমবন্দি করেছিলেন আমাদেরই প্রতিনিধি। গল্পে মশগুল ছিলেন তাঁরা। কফি আর প্রেমে আচ্ছন্ন হয়ে উঠেছিল চারিদিক। আবার কিছু মাস আগেই মনোক্রোমে সমুদ্র সৈকতে এক নারীমূর্তির ছবি শেয়ার করেছিলেন পরিচালক। কে সেই রহস্যময়ী, এ প্রশ্ন করতেই সে সময় টিভিনাইন বাংলাকে তথাগত বলেছিলেন, “আমি ছবি তুলতে ভালবাসি। বিভিন্ন মুহূর্ত লেন্সবন্দি করি। যা পরবর্তী সময়ে আমার সিনেমায় ব্যবহার করি। যাঁরা আমায় চেনে-জানে, তাঁরা এই বিষয়টা জানেন। এই নিয়ে এত কৌতুহলের কিছু নেই। এটা নিয়ে মানুষ জন ভাবছেন, মানে আমরা কোথাও তাঁদের দৈনন্দিন জীবনের অঙ্গ। এটা ভেবে আমার ভাল লাগছে”। এড়িয়ে গিয়েছিলেন আসল উত্তর। এবারেও কার্যত এড়িয়েই গেলেন বিবৃতিও। তবে ওই যে, কথাতেই তো বলে, যা রটে তার কিছুটা তো বটে!