Tathagata Bibriti: বাড়ছে সম্পর্কের গভীরতা, তথাগত-বিবৃতির মধ্যরাতের পোস্টে বাড়ল জল্পনা

TV9 Bangla Digital | Edited By: জয়িতা চন্দ্র

Jul 13, 2023 | 12:09 PM

Viral News: মাঝেমধ্যেই সোশ্যাল মিডিয়া পোস্ট করে থাকেন এই জুটি, এবারও তার ব্যতিক্রম হল না। মধ্যরাতে একে অপরের সঙ্গে ছবি তুলে এটা সোশ্যাল মিডিয়া পোস্ট করলেন।

Tathagata Bibriti: বাড়ছে সম্পর্কের গভীরতা, তথাগত-বিবৃতির মধ্যরাতের পোস্টে বাড়ল জল্পনা

Follow Us

তথাগত মুখোপাধ্যায় ও বিবৃতি চট্টোপাধ্যায়, গত দুবছর ধরে এই দুই নাম নিয়ে জল্পনা তুঙ্গে। কেন ৯ বছরের সম্পর্ক ভাঙল তথাগত ও দেবলীনার! ২০২১-এ সকলকে চমকে দিয়েছিল এই খবর। তবে থেকেই জুটির মধ্যে বিচ্ছেদ প্রসঙ্গ যখনই প্রকাশ্যে আসে, তখন থেকেই শুরু হয় তৃতীয় ব্যক্তিকে ঘিরে জল্পনা। প্রকাশ্যে নাম উঠে আসে বিবৃতির। তাঁর সঙ্গেই নাকি বাড়ছে তথাগতর ঘনিষ্ঠতা, অনেকে আবার দাবি করে বসেন, বিবৃতির সঙ্গে সম্পর্কের কারণেই নাকি ঘর ভেঙেছে দেবলীনার। যদিও এই নিয়ে খুব একটা মন্তব্য করতে দেখা যায় না এখন আর দেবলীনাকে। আর তথাগত বিবৃতি যথেষ্ট স্বাভাবিক হয়ে উঠছেন সময়ের সঙ্গে সঙ্গে।

মাঝেমধ্যেই সোশ্যাল মিডিয়া পোস্ট করে থাকেন এই জুটি, এবারও তার ব্যতিক্রম হল না। মধ্যরাতে একে অপরের সঙ্গে ছবি তুলে এটা সোশ্যাল মিডিয়া পোস্ট করলেন। পোষ্যের জন্মদিন, তিন বছর, পালন হল রমরমিয়ে। কেক কেটে, ম্যাচিং পোশাক পরে, মজাদার ছবি তুললেন ২ স্টার। ক্যাপশনে লিখলেন শুটিং এর মাঝে মাঝরাতে পষ্যের জন্মদিন পালন। কয়েকদিন আগে এই জুটিকে দেখা গিয়েছে বালি ভ্রমণে যেতে।

সেখান থেকে একের পর এক ছবি শেয়ার করেছিলেন তাঁরা। যদিও তাঁরা যে একসঙ্গে রয়েছেন তা বুঝতে কারও বাকি ছিল না। তবে একসঙ্গে ছবি সেখান থেকে শেয়ার করেননি জুটি। এখন এই পোষ্ট দেখা মাত্রই আবারও চর্চার কেন্দ্রে জায়গা করে নিলেন তাঁরা। এবার নেটদুনিয়ার প্রশ্ন, তবে কি ধীরে ধীরে প্রকাশ্যে আসছে এই জুটির সম্পর্কের কথা! রাগ ঢাক না করে যে তাঁরা একে অপরের সঙ্গে থাকছেন, সে ইঙ্গিত স্পষ্ট বোঝাতে চাইছেন তাঁরা। এ প্রশ্নের উত্তর না মিললেও ইঙ্গিত স্পষ্ট যে তাঁদের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কের খবর বিন্দুমাত্র মিথ্যে নয়।

Next Article