AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Pradhan Shoot: উত্তরবঙ্গের পর এবার কাশ্মীরের পথে টিম ‘প্রধান’? খোঁজ নিল TV9 বাংলা

Dev-Soumitrisha: সবটাই চলছে একেবারে ছক ধরে। তবে এবার শোনা যাচ্ছে এই টিম পাড়ি দিতে চলেছে কাশ্মীরের উদ্দেশ্যে। কাশ্মীরের কোলেই এবার দেব সৌমিতৃষার রোম্যান্স কি তবে দর্শক মনে ঝড় তুলবে? খবর কানে আসা মাত্রই TV9 বাংলা যোগাযোগ করে ছবির অন্যতম প্রযোজক অতনু রায়চৌধুরীর সঙ্গে।

Pradhan Shoot: উত্তরবঙ্গের পর এবার কাশ্মীরের পথে টিম 'প্রধান'? খোঁজ নিল TV9 বাংলা
| Edited By: | Updated on: Sep 28, 2023 | 3:14 PM
Share

চলতি বছর শুরু হয়েছে ‘প্রধান’ ছবির শুটিং। অভিনেতা তথা সাংসদ দেবের বিপরীতে এবার অভিনেত্রী সৌমিতৃষা কুণ্ডু। ইতিমধ্যেই জুটির একাধিক ছবি শুটিং সেট থেকে ভাইরাল হয়ে গিয়েছে। পুলিশ অফিসারের ভূমিকায় অভিনয় করছেন দেব। তাঁর বিপরীতে সৌমিতৃষা বেশ সাদামাটা ঘরোয়া লুকেই ধরা দিলেন। কলকাতায় কয়েকদিনের শুটিং শেষ করে টানা ২০-২৫ দিনের শিডিউল নিয়ে উত্তরবঙ্গে পাড়ি দিয়েছিল এই টিম। বর্ষার মৌসুমে নানা বাধা কাটিয়ে অবশেষে সেই সিক্যোয়েন্স শেষ করে কলকাতায় ফিরেছেন গোটা টিম। অসুস্থ শরীর নিয়েও থেমে থাকেননি অভিনেতা তথা প্রযোজক দেব। জ্বর নিয়েও শুটিং করেছেন।

সবটাই চলছে একেবারে ছক ধরে। তবে এবার শোনা যাচ্ছে এই টিম পাড়ি দিতে চলেছে কাশ্মীরের উদ্দেশ্যে। কাশ্মীরের কোলেই এবার দেব সৌমিতৃষার রোম্যান্স কি তবে দর্শক মনে ঝড় তুলবে? খবর কানে আসা মাত্রই TV9 বাংলা যোগাযোগ করে ছবির অন্যতম প্রযোজক অতনু রায়চৌধুরীর সঙ্গে। তিনি বললেন, ”কাশ্মীর যাওয়ার পরিকল্পনা একটা রয়েছে। তবে এখনই কিছু স্থির করা হয়নি। প্রথম থেকেই আমরা পরিকল্পনা করেছিলাম গান আর কয়েকটা সিক্যোয়েন্স কাশ্মীরে শুট করব। তবে কবে যাচ্ছি সে বিষয় এখনও পর্যন্ত চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি।”

দেব ও সৌমিতৃষা বর্তমানে কলকাতায়। ছবির বেশ কিছু সিক্যোয়েন্সের শুট এখনও বাকি। TV9 বাংলাকে একবার সৌমিতৃষা জানিয়েছিলেন এই ছবির শুটিং অনেকটা দীর্ঘ। বেশ কিছুটা সময় নিয়েই কাজ চলবে প্রধান-এর। সেই কারণেই তাঁর হাতে আসা আগামী বেশ কয়েকটি বড় প্রজেক্ট তিনি ছেড়ে দিয়েছেন। কারণ তিনি চান প্রধান-এর কাজেই মনোনিবেশ করতে। টাইম শিডিউল-এর সঙ্গে ব্যালান্স রেখে একাধিক চরিত্রে কাজ করা সৌমিতৃষার পছন্দ নয়। আর ঠিক সেই কারণেই একের পর এক সিক্যোয়েন্সের জন্য তৈরি হচ্ছেন তিনি।

দেবের সঙ্গে কাজ করে ইতিমধ্যেই মুগ্ধ সৌমিতৃষা। টিভি৯ বাংলাকে বলেছিলেন, ”এ একপ্রকার ফ্যান মোমেন্ট। দেবদার সঙ্গে কাজ করছি এটা ভাবলেই কেমন স্বপ্নের মত লাগে। এত বড় টিম আমাদের এত গুরুরজনেরা রয়েছেন, এত গুণীজনেরা রয়েছেন, যে আমি প্রতিমুহূর্তে শিখছি। কেরিয়ারের শুরুতে এমন একটা সুযোগ পাওয়া আমার কাছে আশীর্বাদের মত।”