Feluda Shoot: শুরু হল ‘ফেলুদা’র শেষ অংশের শুট, চেন্নাই-তে পৌঁছল টিম সন্দীপ রায়
Feluda: TV9 বাংলাকে সন্দীপ রায়ের স্ত্রী ললিতাদেবী জানিয়েছিলেন, ডাক্তার নির্দেশ দিয়েছিলেন পরিচালকের বিশ্রাম প্রয়োজন। তারপর কেটে গিয়েছে প্রায় তিন সপ্তাহ। কথা ছিল সব ঠিক থাকলে ছবির বাকি অংশের শুট শুরু হয়ে যাবে অক্টোবরের শুরুতেই।
আসছে আরও এক ফেলুদা। নয়নরহস্য। সন্দীপ রায় পরিচালিত এই ছবির কাজ চলছে বর্তমানে রমরমিয়ে। কিন্তু এতদিনে ছবির কাজ শেষ হয়ে যাওয়ার কথা ছিল। কলকাতার যে অংশের শুট ছিল তা শেষ হয়ে গিয়েছে আগেই। এরপর বাকি অংশটা চেন্নাইতে শুট হওয়ার কথা ছিল। সবই ঠিকছিল পরিকল্পনা মাফিক। এরপরই ১৭ সেপ্টেম্বর গোটা টিম সেই উদ্দেশেই পারি দিয়েছিলেন চেন্নাইয়ের উদ্দেশে। কিন্তু কয়েকটা দিন যেতে না যেতেই গোটা টিমকে আকশ্মিক ফিরে আসতে হয় কলকাতায়। ২১ সেপ্টেম্বর গায়ে জ্বর নিয়ে সন্দীপ রায় ফেরেন কলকাতায়। সঙ্গে ফিরে যায় গোটা টম।
TV9 বাংলাকে সন্দীপ রায়ের স্ত্রী ললিতাদেবী জানিয়েছিলেন, ডাক্তার নির্দেশ দিয়েছিলেন পরিচালকের বিশ্রাম প্রয়োজন। তারপর কেটে গিয়েছে প্রায় তিন সপ্তাহ। কথা ছিল সব ঠিক থাকলে ছবির বাকি অংশের শুট শুরু হয়ে যাবে অক্টোবরের শুরুতেই। কিন্তু সকল অভিনেতার তারিখ পেতে খানিক সমস্যা হওয়ায় অবশেষে ৯ অক্টোবর চেন্নাইয়ের উদ্দেশে রওনা দিল টিম। ছবির তোপসে অর্থাৎ আয়ূষ TV9 বাংলাকে জানালেন, আগামী কয়েকদিন পুরো দমে কাজ। সম্ভাব্য ১২ অক্টোবরই শেষ হয়ে যাবে শুটিং।
এটাই ছিল শেষ সিক্যোয়েন্স। এরপর পোস্ট প্রডাকশনের কাজ। ইন্দ্রনীল সেনগুপ্তের ফেলুদা সফরে এটি দ্বিতীয় ছবি। প্রথম ছবি হত্যাপুরী-তে নিজেকে প্রমাণ করেছেন টিম। এবার যদিও কাজটা আরও চ্যালেঞ্জের বলেই জানান অভিনেতা। তাঁর কথায় দর্শক মনে বেড়েছে আশা, বেড়েছে উৎসাহ। এই সময় ফেলুদা নিয়ে গোটা টিমের মধ্যে তাই উত্তেজনাও ব্যপক। পুজোর আগেই শেষ হল ছবির শুটিং-এর কাজ। এখন আবহাওয়ায়ও খুব ভাল।
প্রসঙ্গত, চলতি বছরই মুক্তি পেয়েছিল ইন্দ্রনীল সেনগুপ্তের প্রথম ফেলুদা ছবি, যা নিয়ে দর্শক মনে প্রতিক্রিয়া ছিল বেশ ভাল। সন্দীর রায় জানিয়েছিলেন, তিনি এই তিন অভিনেতাকে দিয়ে প্রথম ছবিটা করিয়ে দেখবেন, ভাল হলে পরেরটা পরিকল্পনা করবেন। আর ছবি মুক্তির দুই মাসের মধ্যেই পরের ছবিটা পরিকল্পনা করে ফেলার অর্থই তিনি এই ছবি, এই টিম নিয়ে বেশ খুশি। এখন দেখার নয়ন রহস্য কতটা দর্শক মনে জায়গা করতে পারেন।