Koel Mallick: গল্প নয় সত্যি! কোয়েলের ভাইফোঁটার ভিডিয়ো দেখে ছেলেকে খুঁজে পেল পরিবার

TV9 Bangla Digital | Edited By: বিহঙ্গী বিশ্বাস

Nov 16, 2023 | 5:42 PM

Koel Mallick: এ যেন 'গল্প হলেও সত্যি'! কুম্ভের মেলায় হারানো ভাই-- এ প্রবাদ বাঙালির মুখে মুখে। কিন্তু ভাইফোঁটায় রক্তের সম্পর্কহীন দিদির ভিডিয়োই যে ফিরিয়ে দেবে ঘরের ছেলেকে এ ধারণাই করতে পারেননি মুর্শিদাবাদের সুজয়ের পরিবার। গতকাল অর্থাৎ মঙ্গলবার এক অলাভজনক সংস্থায় বিশেষভাবে সক্ষম কয়েক জনকে ফোঁটা দিতে গিয়েছিলেন অভিনেত্রী কোয়েল মল্লিক।

Koel Mallick: গল্প নয় সত্যি! কোয়েলের ভাইফোঁটার ভিডিয়ো দেখে ছেলেকে খুঁজে পেল পরিবার
কোয়েলের ভাইফোঁটার ভিডিয়ো দেখে ছেলেকে খুঁজে পেল পরিবার

Follow Us

এ যেন ‘গল্প হলেও সত্যি’! কুম্ভের মেলায় হারানো ভাই– এ প্রবাদ বাঙালির মুখে মুখে। কিন্তু ভাইফোঁটায় রক্তের সম্পর্কহীন দিদির ভিডিয়োই যে ফিরিয়ে দেবে ঘরের ছেলেকে এ ধারণাই করতে পারেননি মুর্শিদাবাদের সুজয়ের পরিবার। গতকাল অর্থাৎ মঙ্গলবার এক অলাভজনক সংস্থায় বিশেষভাবে সক্ষম কয়েক জনকে ফোঁটা দিতে গিয়েছিলেন অভিনেত্রী কোয়েল মল্লিক। সেই ছবি সমাজমাধ্যমের পাতায় শেয়ারও করে নিয়েছিলেন তিনি। আর তা থেকেই ঘটে গেল মিরাকল।

কোয়েলের ‘দাদা-ভাই’দের মধ্যে ছিলেন সুজয়। বিশেষভাবে সক্ষম সুজয় কাল যখন কোয়েলের কাছ থেকে ফোঁটা নিচ্ছিলেন তখন সামাজিক মাধ্যমের দৌলতেই সেই ভিডিয়ো পৌঁছে গিয়েছিল তাঁর বাড়ির মানুষদের কাছেও। চমকে উঠেছিলেন তাঁরা। ‘ওই তো তাঁদের ছেলে’– বহু বছর আগে হারিয়ে যাওয়া সেই সুজয়! ব্যস, আর দেরি নয়। কোয়েল জানিয়েছেন খুব শীঘ্রই তাঁকে নিতে মুর্শিদাবাদ থেকে আসছেন বাড়ির লোকেরা। ভাইফোঁটায় কোয়েলের মতো দিদি-প্রাপ্তি, গোটা পরিবার প্রাপ্তি– সুজয়ের এই জয়-গাথা শুনে চোখে জল সকলেরই। আবেগঘন কোয়েল নিজেই।

 

সুজয়ের সঙ্গে কোয়েল।

তিনি বলেন, “ভিডিয়োটা আমি শেয়ার করার পরেই ওর পরিবারের মানুষ ওকে চিনতে পারেন। অনেক বছর বাড়িছাড়া থাকার পর অবশেষে পরিবারের কাছে ফিরে যাবে ও। এই ভাইফোঁটায় এর চেয়ে ভাল উপহার আর কী বা হতে পারে আমার কাছে?” সহমত পোষণ করেছেন কোয়েলের ভক্তরাও। একগাল হেসে তাঁরা বলছে, “ভাগ্যে কোয়েল সঙ্গে ছিলেন, কী দুর্দশাই হত তা না হলে!”

Next Article