মদন মিত্র ও শ্রীলেখা মিত্র। পদবীগত দিক দিয়ে রয়েছে বিস্তর মিল। তবে রাজনীতির আঙিনায় দুজন ভিন্ন দলের সমর্থক। বিগত বিধানসভা নির্বাচনে প্রথম জন নিজস্ব স্টাইলে করেছেন বাজিমাত, দ্বিতীয়জন লাল পতাকা হাতে দেখেছিলেন নতুন ভোরের স্বপ্ন। এ সব মিল-অমিলের মাঝেই দুই মিত্রের মধ্যে আরও এক আশ্চর্য মিল খুঁজে পেয়ে বেজায় খুশি নেটিজেন। মিলের হিন্ট অবশ্য দিয়েছেন শ্রীলেখা নিজেই।
একটি ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেছিলেন শ্রীলেখা সেলফি– ক্যাপশনে লিখেছিলেন, “কাজে বেরিয়েছি”। কিন্তু দ্বিতীয় লাইনটি নজর কাড়ল। শ্রীলেখা লিখেছেন, ‘ওহ লাভলি চশমা পরে’। ছবিতে দেখা যাচ্ছে শ্রীলেখা রোদ চশমা রঙ একেবারে হলুদ। মনে পড়ে যাচ্ছে কিছু? এ হেন এক হলুদ চশমা পরেই ফেসবুক লাইভে মাঝেমধ্যেই আবির্ভাব হয় মদন মিত্রর। লাইভে এসেই বলতে শোনা যায়, “ওহ লাভলি”। এই মাস কয়েক আগে ভোটের বাজারে গানও বেঁধেছিলেন আমজনতার ‘মদনদা’। সেই গানেরও নাম দিয়েছিলেন, ওহ লাভলি। তারপর থেকেই হলুদ চশমার আর ‘ওহ লাভলি’ কয়নেজ যেন মদন মিত্ররই সমার্থক। শ্রীলেখা মিত্রকে সেই রকমই এক হলুদ চশমা পরতে দেখে দুই দুইয়ে চার করেছেন নেটিজেন। সমবেত ভাবে কমেন্টে লিখেছেন, “ওহ লাভলি”। রসিকতা পাল্টা ফিরিয়ে দিয়েছেন শ্রীলেখাও। হলুদ চশমার নতুন নাম দিয়েছেন ‘ওহ লাভলি চশমা’।
মদন-মিত্র আর শ্রীলেখা মিত্রর মধ্যে যখন চলছে চশমার নামকরণের পালা ঠিক সেই সময় আর এক মিত্র শ্রীলেখাকে করেছেন কটাক্ষ। তিনি বিজেপির রিমঝিম মিত্র। ‘মিড লাইফ ক্রাইসিস সত্যি মানুষকে এতটা ফ্রাস্ট্রেটেড করে দেয় জানা ছিল না। ইগনোরেন্স ইজ ব্লিস ইজ হোয়াট আই হ্যাভ অলওয়েজ বিলিভড ইন। তাই যে যা খুশি বলুক গায়ে মাখি না, কারণ আমার বেসিক্যালি কিছু এসে যায় না এই সব পাবলিকদের কথায়। একটু ফুটেজের জন্য আউট অব কনটেক্সট কথা কোট করা পাবলিকদের কষ্টটা বুঝি। এই পোস্টের উদ্দেশ্য হল অনুভূতিতে বিশাল আঘাত পাওয়া মরাল মাসি/মেসোদের একি পদস্খলন! নাকি ওনাদের অঙ্গুলির ছোঁয়ায় স্ল্যাঙ্গও আজ পবিত্র?’, লিখেছেন রিমঝিম। ‘
অন্যদিকে TV9 বাংলাকে শ্রীলেখা এ ব্যাপারে বলেছিলেন, “আমি এই ধরনের কোনও পোস্ট দেখিনি, দেখতে চাইও না। উইশ দেম অল দ্য ভেরি বেস্ট। সামনেই আমার ভেনিস ফিল্ম ফেস্টিভ্যাল। সেটা নিয়েই ব্যস্ত আমি। এখন শুধুই পজিটিভ ভাইবস। কোনও নেগেটিভ কথাকে আমি গুরুত্ব দিতে চাই না।”
আরও পড়ুন-হাসতে হাসতে কেঁদে ফেলতাম, হাঁচতে গিয়ে প্রস্রাব হয়ে যেত: করিনা কাপুর