দীর্ঘদিনের প্রেমিক সৌম্য মুখোপাধ্য়ায়কে বিয়ে করছেন সন্দীপ্তা সেন। ৭ ডিসেম্বর (আজ) বিয়ে করবেন তাঁরা। সব প্রস্তুতি সাড়া। কিন্তু হঠাৎ সব তাল গোল পাকিয়ে যাচ্ছে। মাহেন্দ্রক্ষণে এসে সব পরিকল্পনা মাঠে মারা যাচ্ছে। কী এমন হল? খোঁজ নিল TV9 বাংলা।
বৃহস্পতিবার (৭ ডিসেম্বর, ২০২৩) সকাল থেকেই আকাশের মুখ ভার। ঝিরিঝিরি বৃষ্টি। চারদিকে ‘রেনি ডে’ আবহাওয়া। বাতাসে শীতলতা। যে কোনও প্ল্যানকে ভেস্তে দেওয়ার জন্য যথেষ্ট। চার দেওয়ালের মধ্যে হলে ভাল, কিন্তু এই ওয়েদারে কেউ যদি খোলা আকাশের নীচে বিয়ে করার পরিকল্পনা করেন, তা হলে কথাই নেই আর। সব আনন্দ মাটি! সে রকমই অবস্থা অভিনেত্রী সন্দীপ্তা সেনের। আজ তাঁর বিয়ে। দীর্ঘদিনের প্রেমিক সৌম্য মুখোপাধ্যায়কে বিয়ে করবেন সন্দীপ্তা।
আর যে জায়গায় তিনি বিয়ে করবেন, সেটা ওপেন স্পেস (আকাশের নীচে)। বিয়ের দিন সকালে TV9 বাংলা যোগাযোগ করে সন্দীপ্তার সঙ্গে। গায়ে হলুদের অনুষ্ঠান হওয়ার কথা সকালে। আকাশের নীচে হওয়ার কথা সেই অনুষ্ঠানটিও। এ দিকে বৃষ্টি থামার নাম নেই। তার উপর কনকনে ঠান্ডা হওয়া বইছে। উৎকণ্ঠা ধরা পড়ে অভিনেত্রীর কণ্ঠে। বলেন, “আর বলবেন না। খোলা আকাশের নীচে আমাদের গায়ে হলুদ হওয়ার কথা ছিল। আমি ভেনিউতে যাচ্ছি (যে সময় সন্দীপ্তার সঙ্গে TV9 বাংলা যোগাযোগ করে, সে সময় তিনি বিবাহস্থানের উদ্দেশে রওনা হয়ে গিয়েছেন)। গায়ে হলুদটা মনে হয় ভিতরেই করতে হবে। যাচ্ছি, দেখি গিয়ে পরিস্থিতি কীরকম।”
সন্ধ্যায় বিয়ের পিঁড়িতে বসবেন সন্দীপ্তা-সৌম্য। মহিলা পুরোহিত নন্দিনী ভৌমিক এবং তাঁর টিম বিয়েটা দেবেন। কিছুদিন আগেই সন্দীপ্তা পোস্ট করে লিখেছিলেন, জীবনে অনেক ৭ ডিসেম্বর এসেছে এবং গিয়েছে। কিন্তু কোনওদিনও কোনও ৭ ডিসেম্বরের জন্য এভাবে চাতকপাখির মতো অপেক্ষা করেননি তিনি।
আর দেখুন, দিনটা আসন্ন হতেই বৃষ্টি সব ভেস্তে দিচ্ছে। বিয়ের কার্ডে আমন্ত্রিতদের সন্ধ্য়া ০৬.৩০টায় আসতে বলেছেন সন্দীপ্তা। লাজুক কনে TV9 বাংলাকে বললেন, “সন্ধ্য়া ৭টায় মণ্ডপে বসব আমি আর সৌম্য…”। কিন্তু বৃষ্টির কারণে সেই মণ্ডপের জায়গারও পরিবর্তন করতে হবে কি না, তা এখনও ঠিক করেননি সন্দীপ্তা-সৌম্য। বিয়েতে সাদা-গোলাপি পরছেন সন্দীপ্তারা। তাই আমন্ত্রিতদের অনুরোধ করেছেন, যাতে কেউ গোলাপি না পরে আসেন।
সন্দীপ্তার বিয়ের জন্য বাইরে সামিয়ানা টাঙানো হয়েছে। দক্ষিণ কলকাতার বাইপাস সংলগ্ন একটি সুন্দর বাগানে হচ্ছে বিয়ের যাবতীয় অনুষ্ঠান। আমন্ত্রিতরা যে সন্ধ্যায় যাবেন, বৃষ্টি পরলে তাঁদেরও ভিতরেই থাকার ব্যবস্থা করতে হবে। খাওয়াদাওয়ার জায়গা বাইরে পরিকল্পিত হলে, ভিতরে করতে হবে সেই ব্যবস্থাও। উৎকণ্ঠিত নায়িকার দীর্ঘনিশ্বাস, “জানি না কী হবে…”
(গত শনিবার, ২ ডিসেম্বর, রিং সেরিমনির এলাহি অনুষ্ঠান হয় সন্দীপ্তা-সৌম্যর। দুর্দান্ত আনন্দ হয় সেই অনুষ্ঠানে। হাজির ছিলেন নিকট আত্মীয়, বন্ধু-বান্ধব এবং ইন্ডাস্ট্রির মানুষজন)