Rituparna Sengupta: সরস্বতী পুজোয় মা সরস্বতীর কাছে কী চাইলেন টলি কুইন ঋতুপর্ণা সেনগুপ্ত?

TV9 Bangla Digital | Edited By: Sneha Sengupta

Jan 26, 2023 | 5:48 PM

Saraswati Puja: মাঝে করোনার কারণে ভাটা পড়েছিল ঋতুপর্ণা সেনগুপ্তর বাড়ির সরস্বতী পুজো। প্রত্যেকবার মায়ের আরাধনায় সকাল থেকে তোড়জোড় শুরু হয়ে যায় তাঁর বাড়িতে।

Rituparna Sengupta: সরস্বতী পুজোয় মা সরস্বতীর কাছে কী চাইলেন টলি কুইন ঋতুপর্ণা সেনগুপ্ত?
ঋতুপর্ণা সেনগুপ্ত।

Follow Us

আজ বাগদেবীর আরাধনায় সক্কাল-সক্কাল তৈরি হয়ে গিয়েছিলেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। ডাকের সাজে সাজানো মা সরস্বতীর বিগ্রহ তিনি নিয়ে এসেছেন তাঁর লেক গার্ডেন্সের তিন মহলা বাড়িতে। নিজে পরেছিলেন বাসন্তী রঙের শাড়ি। এদিন তাঁর কন্য়া ঋষণাও সেজেছিল গোলাপি-সাদা সালোয়ারে। সেও অনেকটাই বড় হয়ে গিয়েছে এই ক’বছরে। মায়ের পাশে-পাশেই দেখা গেল ঋষণাকে।

এটাই সরস্বতী পুজোয় ঋতুপর্ণার বাড়ির প্রতি বছরের চিত্র। মাঝে করোনার কারণে ভাটা পড়েছিল উদযাপনে। প্রত্যেকবার মায়ের আরাধনায় সকাল থেকে তোড়জোড় শুরু হয়ে যায় তাঁর বাড়িতে। ছোটবেলার বন্ধুরা, স্কুলের বান্ধবীরা, ভাই-বোনেরা, আত্মীয়স্বজনেরা আসেন তাঁর বাড়িতে এবং তিনিও মেতে ওঠেন মায়ের আরাধনায়। এবারও সেই ব্যতিক্রম ঘটেনি কোনওভাবেই।

এবারও একইভাবে মহানন্দে বাগদেবীর আরাধনা করলেন ঋতুপর্ণা সেনগুপ্ত। পুজো শেষে মা সরস্বতীর বিরাট মূর্তির সামনে দাঁড়িয়ে ঋতুপর্ণা বলেছিলেন, “আজকের দিনটা ভীষণই স্পেশ্য়াল। আমার সকল দর্শককে বলতে চাইব, এই বছরটা যেন সকলের ভাল কাটে। সুস্থ শরীরে যেন ভাল কাজ করতে পাড়ি। আজ প্রজাতন্ত্র দিবসও। তাই আজ আমাদের সকল হিরোদের স্যালুট জানাই। তাঁদের জন্যই আজ আমরা এখানে দাঁড়িয়ে আছি। মায়ের আশীর্বাদে যেন বছরটা সত্যিই খুব ভাল কাটে সকলের। সেই কামনাই করি মায়ের কাছে।”

Next Article