Sabitri Chattopadhyay Birthday: বিয়েটা কীভাবে করব, যখনই প্রেম করতে যাই, দেখি সেই লোকটার আগে থেকেই একটা বউ আছে: সাবিত্রী

Sabitri Chatterjee: কাঠ বাংলা ভাষায় কথা বলতেন বলেই অভিনয়ে সুযোগ পেয়েছিলেন। সেই সাবিত্রী চট্টোপাধ্যায়ের আজ জন্মদিন। কাকতালীয়ভাবে আজই আন্তর্জাতিক মাতৃভাষা দিবস।

Sabitri Chattopadhyay Birthday: বিয়েটা কীভাবে করব, যখনই প্রেম করতে যাই, দেখি সেই লোকটার আগে থেকেই একটা বউ আছে: সাবিত্রী
সাবিত্রী চট্টোপাধ্য়ায়।

| Edited By: Sneha Sengupta

Feb 21, 2023 | 6:52 PM

উইকিপিডিয়া বলছে, ৮৬ বছরে পা দিয়েছেন অভিনেত্রী সাবিত্রী চট্টোপাধ্যায়। কিন্তু তাঁকে জিজ্ঞেস করা হলে বলেন, “ওই আশি পেরিয়েছি”। বাংলাদেশের কুমিল্লার কন্যা সাবিত্রী। দেশভাগের পর এপার বাংলায় চলে এসেছিলেন। পরিবারে বাবা-মা এবং ১০-১২জন দিদি-বোন। একটিও ভাই কিংবা দাদা ছিল না তাঁদের। পরপর কন্যাসন্তান। পরিবারে একমাত্র পুরুষ বলতে কেবলই বাবা। হাজার-হাজার রেফিউজির মতো তাঁদেরও অভাবের সংসারই ছিল এপারে এসে। শিরদাঁড়া সোজা রাখা বাবার কড়া শাসনে বড় হয়েছেন সাবিত্রী এবং তাঁর বোন-দিদিরা। সংসারের পাশে থাকবেন বলেই অভিনয়ে আসা। কাঠ বাংলা ভাষায় কথা বলতেন বলেই অভিনয়ে সুযোগ। তারপর অভিনয়টাই মন দিয়ে করে গিয়েছেন সাবিত্রী। আজ তাঁর জন্মদিন। আজই আবার আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। কেমনভাবে কাটছে ‘চিরযুবতি’ দুর্দান্ত এই অভিনেত্রী জন্মদিন? সাবিত্রী নিজেই জানালেন TV9 বাংলাকে।

এই মুহূর্তে ‘বালিঝড়’ সিরিয়ালে অভিনয় করছেন সাবিত্রী। ‘ধুলোকণা’ সিরিয়ালটি শেষ হওয়ার পর সাবিত্রী এই সিরিয়ালে তাঁর সই মাধবী মুখোপাধ্য়ায়ের সঙ্গে চুটিয়ে অভিনয় করছেন। আজ যেহেতু জন্মদিন, তাই লেখিকা লীনা গঙ্গোপাধ্যায় ছুটি দিয়েছেন তাঁকে। ফোনের ওপারে সাবিত্রীর হাসিখুশি কণ্ঠ শোনা গেল। বললেন, “কত বসন্ত জানি না। তবে আমার তো ৮০ বছর হয়েইছে। আজ বাড়িতেই আছি। বেশ ভাল লাগছে। সকলে এসেছে। আমার পরিবারের আত্মীয়স্বজনরা। ওদের সঙ্গে মিলেমিশেই কেটে যাচ্ছে। আজ আমার শুটিং নেই। ছুটি…”

সাবিত্রী চট্টোপাধ্যায়ের জীবন খোলা পাতার মতো। লোকে বলে তথাকথিত সুন্দরী নাকি তিনি কোনওদিনও ছিলেন না। কিন্তু তাও, উত্তমকুমারের মতো মহানায়কও তাঁর প্রেমে পড়েছিলেন একটা সময়। কিন্তু উত্তমের সংসার ভেঙে তাঁর সঙ্গে ঘর বাঁধার অভিপ্রায় কোনওদিনও হয়নি সাবিত্রীর। তিনি সেরকম মানুষ নন। উত্তমের পরেও তাঁর জীবনে প্রেম এসেছে। মস্করা করে নিজেই বলেছেন, “বিয়েটা কীভাবে করব। যখনই প্রেম করতে যাই, দেখি সেই লোকটার আগে থেকেই একটা বউ আছে।” এ হেন সাবিত্রীর সঙ্গে অভিনয় করতে ডরাতেন অনেক বাঘা-বাঘা অভিনেতাই। সৌমিত্র চট্টোপাধ্য়ায় তো বলেই গিয়েছিলেন, “আমার দেখা সেরা অভিনেত্রী সাবিত্রী। ওই আমার কাছে এক নম্বর।”