AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Jisshu Sengupta: দু’বছর ভার্চুয়াল ফোঁটার পর, এবার দিদির কাছে ছুট্টে গেলেন যিশু

Jisshu Sengupta in Bhaiphota: করোনার কারণে এবং নানাবিধ ব্যস্ততার কারণে গত দু'বছর ভাইফোঁটাটাই ঠিক মতো নিতে পারেননি অভিনেতা যিশু সেনগুপ্ত। কিন্তু এবার সেই ফাঁকটা আর থাকল না। সশরীরে দিদি রাইয়ের কাছে ফোঁটা নিলেন যিশু। দারুণ আনন্দ করলেন ভাইবোন। কেবল এখানেই শেষ নয়, রাই ছবিও পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায়।

Jisshu Sengupta: দু'বছর ভার্চুয়াল ফোঁটার পর, এবার দিদির কাছে ছুট্টে গেলেন যিশু
যিশু সেনগুপ্ত।
| Edited By: | Updated on: Nov 14, 2023 | 8:53 PM
Share

করোনার কারণে এবং নানাবিধ ব্যস্ততার কারণে গত দু’বছর ভাইফোঁটাটাই ঠিক মতো নিতে পারেননি অভিনেতা যিশু সেনগুপ্ত। কিন্তু এবার সেই ফাঁকটা আর থাকল না। সশরীরে দিদি রাইয়ের কাছে ফোঁটা নিলেন যিশু। দারুণ আনন্দ করলেন ভাইবোন। কেবল এখানেই শেষ নয়, রাই ছবিও পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায়।

যিশুর দিদি রাই সেনগুপ্ত ফেসবুকে একটি পোস্টে লিখেছেন, “আমরা লাস্ট দু’বছর ভার্চুয়াল ফোঁটা করছি। কিন্তু তাতে কি মন ভরে? এই দিনটার জন্য মুখিয়ে থাকি। কিন্তু কাজ! সেটা এবার থেকে আগে প্ল্যান করে তোর ডেট বুক করব যিশু। আমরা যে একে-অপরকে ভালবাসি, এটা কম কথা। কারণ, আমরা একে-অপরের অংশ। খুব-খুব ভাল থাক। এত্ত-এত্ত আদর। এত্ত-এত্ত জরিমরি… ভাল-ভাল কাজ কর আর যেমন মানুষটা আছিস সেরকমই থাক সোনা বাবা। ঈশ্বর তোর মঙ্গল করুন।”

কেবল বাংলা নয়, হিন্দি এবং দক্ষিণ ভারতীয় ছবিতেও জমিয়ে কাজ করছেন যিশু। তিনি এখন প্যান ইন্ডিয়া তারকা। সবদিকেই তাঁর জয়জয়কার। পুজোতে মুক্তি পেয়েছে সৃজিত মুখোপাধ্য়ায় পরিচালিত ‘দশম অবতার’ ছবিটি। সেখানে খলনায়কের চরিত্রে অভিনয় করেছেন যিশু।