Subhashree Ganguly: পুজোতে বেরতে পারছে না আট মাসের অন্তঃসত্ত্বা শুভশ্রী; মন খারাপ নায়িকার?

TV9 Bangla Digital | Edited By: Sneha Sengupta

Oct 21, 2023 | 6:43 PM

Subhashree Ganguly Pregnancy: প্রথম সন্তান হিউভানের জন্মের পর কাজ থামিয়ে দেননি শুভশ্রী। বরং দ্বিগুণ পরিশ্রম শুরু করেছিলেন। মুক্তি পেয়েছে তাঁর বেশ কিছু ছবি। যেমন 'ইন্দুবালা ভাতের হোটেল', 'বউদি ক্যান্টিন', প্রভৃতি যেখানে প্রধান চরিত্রে দেখা গিয়েছে তাঁকে। পুজো মিটলে কাউন্টডাউন শুরু হবে শুভশ্রী-রাজের জীবনে।

Subhashree Ganguly: পুজোতে বেরতে পারছে না আট মাসের অন্তঃসত্ত্বা শুভশ্রী; মন খারাপ নায়িকার?
শুভশ্রী গঙ্গোপাধ্যায়।

Follow Us

এই বছরটা বেশ সাবধানে কাটাতে হচ্ছে অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়কে। ৮ মাসের অন্তঃসত্ত্ব তিনি। সুখবর জানা গিয়েছে, তিন মাস আগে। কিছুদিন আগে সাধ ভক্ষণও করে ফেলেছেন অভিনেত্রী। তাঁর খুব যত্ন নিচ্ছেন পরিচালক এবং বিধায়ক স্বামী রাজ চক্রবর্তীও। ভালোবেসে পায়ের লখে লাল নেলপালিশ পরিয়ে দিচ্ছেন রাজ। সেই ভিডিয়ো ইতিমধ্যেই দেখে নিয়েছে দুনিয়াবাসী। এবার পুজোর কিছু ঝলক দেখা গেল শুভশ্রীর।

একটি ভিডিয়ো পোস্ট করেছেন শুভশ্রী তাঁর ইনস্টাগ্রাম স্টোরিতে। ইএম বাইপাসে অবস্থিত তাঁদের বিলাসবহুল কমপ্লেক্সের অ্যাপার্টমেন্টের ব্যালকনিতে একের পর-এক ক্যাপ বন্দুক ফাটিয়ে চলেছেন অভিনেত্রী। এবং ক্যাপশনে লিখেছেন, ঠিক এই রকম পুজোই কাটাতে চান তিনি। কিন্তু নায়িকার যে মন খারাপ, তা বলাই বাহুল্য। কেন না, প্রতিবছর দুর্গাপুজোর সময় খুব আনন্দ করেন শুভশ্রী। নানা ধরনের সাজে দেখা যায় তাঁকে। কলকাতায় থাকেন কিছুটা সময়। চলে যান শ্বশুরবাড়ি হালিশহরে। আবার চলে যান বাপেরবাড়ি বর্ধমানে। কিন্তু এবার কোনওটাই হবে না। বেশি যাতায়াত করতে পারবেন না অভিনেত্রী।

কিন্তু সপ্তমীর দিন তিনি তাঁর সেই বিলাসবহুল আবাসনের পুজোতে গিয়েছিলেন। সেখানে ছিলেন তাঁর স্বামী রাজপথ চক্রবর্তী এবং পুত্র ইউভান চক্রবর্তী। তিনজনের ছবি পোস্ট করে সক্কলকে শুভ সপ্তমীর শুভেচ্ছা জানিয়েছেন শুভশ্রী।

প্রথম সন্তান হিউভানের জন্মের পর কাজ থামিয়ে দেননি শুভশ্রী। বরং দ্বিগুণ পরিশ্রম শুরু করেছিলেন। মুক্তি পেয়েছে তাঁর বেশ কিছু ছবি। যেমন ‘ইন্দুবালা ভাতের হোটেল’, ‘বউদি ক্যান্টিন’, প্রভৃতি যেখানে প্রধান চরিত্রে দেখা গিয়েছে তাঁকে। পুজো মিটলে কাউন্টডাউন শুরু হবে শুভশ্রী-রাজের জীবনে। নতুন সদস্য আসবে। ছেলে না মেয়ে–তাই নিয়ে এখন থেকেই উচ্ছ্বসিত চক্রবর্তী-গঙ্গোপাধ্যায় পরিবার।

Next Article