Ankush Hazra: তাঁর ছবি ‘কুরবান’ দেখছেন না দর্শক, তাই সিনেমা হলের মাছিদের জন্য় বিশেষ বার্তা অঙ্কুশের?

TV9 Bangla Digital | Edited By: Sneha Sengupta

Nov 25, 2023 | 4:54 PM

Ankush Hazra on Bengali Films: ২৪ নভেম্বর মুক্তি পেয়েছে বাংলা ছবি 'কুরবান'। অঙ্কুশ হাজরা অভিনীত ছবিটি পরিচালনা করেছেন শৈবাল মুখোপাধ্যায়। ছবিতে অঙ্কুশের বিপরীতে অভিনয় করেছেন প্রিয়াঙ্কা সরকার। হাসানের চরিত্রে অভিনয় করেছেন বাঙালি অভিনেতা। সেই ছবি মুক্তির ২৪ ঘণ্টার মধ্যে অঙ্কুশ পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায় এবং স্বীকার করে নিয়েছেন হলে দর্শক আসছেন না।

Ankush Hazra: তাঁর ছবি কুরবান দেখছেন না দর্শক, তাই সিনেমা হলের মাছিদের জন্য় বিশেষ বার্তা অঙ্কুশের?
অঙ্কুশ হাজরা।

Follow Us

২৪ নভেম্বর মুক্তি পেয়েছে বাংলা ছবি ‘কুরবান’। অঙ্কুশ হাজরা অভিনীত ছবিটি পরিচালনা করেছেন শৈবাল মুখোপাধ্য়ায়। ছবিতে অঙ্কুশের বিপরীতে অভিনয় করেছেন প্রিয়াঙ্কা সরকার। হাসানের চরিত্রে অভিনয় করেছেন বাঙালি অভিনেতা। সেই ছবি মুক্তির ২৪ ঘণ্টার মধ্যে অঙ্কুশ পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায় এবং স্বীকার করে নিয়েছেন হলে দর্শক আসছেন না।

ছবি দেখার জন্য দর্শককে কাতর আর্জি জানিয়ে অঙ্কুশ লিখেছেন, “ভীষণই কম সংখ্যক মানুষ ‘কুরবান’ দেখতে প্রেক্ষাগৃহে ঢুকছেন। সত্যটা মানতে একদমই লজ্জা নেই। কিন্তু চারিদিকে বেশ ভালো রিভিউ পাচ্ছি ছবিটি নিয়ে। যে কজন মানুষ হল মুখী হচ্ছেন, তাঁদেরও যদি সত্যি ভাল লেগে থাকে সবাইকে বলবেন যেতে। না বাংলা ছবির পাশে দাঁড়াতে অনুরোধ করছি না। শুধু ভাল লাগলে আশপাশের মানুষদের জানাবেন। না মানে আপনাদের ছাড়া কাদের কাছে অনুরোধ করব বলুন। আপাতত প্রেক্ষাগৃহে যে মাছিগুলো উড়ছে, তাদের তো আর বোঝাতে পারব না। যাই হোক ভাল থাকবেন সকলে। বাকি দেখা হচ্ছে ২০২৪-এ, কোনও এক সবচেয়ে বড় উৎসবে ‘মির্জা’ নিয়ে।”

নিজস্ব প্রযোজনা সংস্থা খুলেছেন অঙ্কুশ। সেই প্রযোজনা সংস্থার নতুন ছবি ‘মির্জা’ নিয়ে দারুণ আশাবাদী অভিনেতা। মনে করছেন তাঁর এই ছবি হল ভর্তি করে দেখবেন দর্শক।

Next Article