Sreelekha Mitra: ঘুম পাড়ানি মাসি-পিসিকে ডাক শ্রীলেখার, ৩০ বছর অভিনয় করার পরও নতুন করে কী হল অভিনেত্রীর?

TV9 Bangla Digital | Edited By: Sneha Sengupta

Nov 23, 2023 | 10:47 AM

Sreelekha Mitra Shooting: সক্কাল-সক্কাল ঘুম থেকে উঠে নতুন করে শুটিংয়ে যাচ্ছেন অভিনেত্রী শ্রীলেখা মিত্র। ৩০ বছর ধরে যে ভাবে শুটিংয়ে যান তিনি, এবারও সেভাবেই যাচ্ছেন। প্রায় তিন দশক ধরে ক্যামেরার সামনে দারুণভাবে অভিনয় করার পরও একটি বিষয় থেকে কিছুতেই মুক্ত হতে পারেননি অভিনেত্রী। তা হল ভীতি। এখনও ক্যামেরার সামনে দাঁড়ানোর আগে হাঁটু কাঁপে শ্রীলেখার।

Sreelekha Mitra: ঘুম পাড়ানি মাসি-পিসিকে ডাক শ্রীলেখার, ৩০ বছর অভিনয় করার পরও নতুন করে কী হল অভিনেত্রীর?
শ্রীলেখা মিত্র।

Follow Us

সক্কাল-সক্কাল ঘুম থেকে উঠে নতুন করে শুটিংয়ে যাচ্ছেন অভিনেত্রী শ্রীলেখা মিত্র। ৩০ বছর ধরে যে ভাবে শুটিংয়ে যান তিনি, এবারও সেভাবেই যাচ্ছেন। প্রায় তিন দশক ধরে ক্যামেরার সামনে দারুণভাবে অভিনয় করার পরও একটি বিষয় থেকে কিছুতেই মুক্ত হতে পারেননি অভিনেত্রী। তা হল ভীতি। এখনও ক্যামেরার সামনে দাঁড়ানোর আগে হাঁটু কাঁপে শ্রীলেখার। রাতে ঘুমোতে পারেন না। সেই অভিজ্ঞতার কথাই তাঁর সাম্প্রতিক পোস্টে ব্যক্ত করেছেন অভিনেত্রী।

শ্রীলেখা লিখেছেন, “প্ল্যান ছিল কাল তাড়াতাড়ি ঘুমিয়ে পরার। সক্কালে কল টাইম নতুন কাজের। এক ফোঁটা ঘুম এলো না। ঘুম পাড়ানি মাসি পিসির বিকল্প ইউটিউবে কতকিছু চালালাম। আজ প্রায় ৩০ বছর অভিনয় করার পরও নতুন কাজের আগে উদ্বিগ্ন লাগে, ‘আমি পারব তো?’ হয়তো তাই আমি আর্টিস্ট। হ্যাঁ, জোর গলায় বলতে পারি সেটা। সেলিব্রিটি নই (এখন তো ঘরে-ঘরে সেলিব্রিটি)। আর্টিস্ট হওয়া সহজ নয় বন্ধু…”

চিরকালই স্পষ্টবক্তা শ্রীলেখা রেখেঢেকে কথা বলতে পারেন না। উচিত কথা মুখের উপর বলে দেন বলে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে সংখ্যাও কম নয়। কিন্তু কোনওদিনই কোনও কিছুর সঙ্গে আপোস করেননি অভিনেত্রী। সেই কারণেই তাঁর পথচলা হয়েছে অনেক বেশি কঠিন।

Next Article