তাঁর কপালে উঠেছে সিঁদুর। বিয়ে হয়েছে কিছুক্ষণ আগেই। কিন্তু বিয়ের আগে এবং বিয়ের দিন এ কেমন মন্তব্যের সম্মুখীন হতে হচ্ছে অভিনেতা সৌরভ দাসকে। দক্ষিণ কলকাতার বাইপাস সংলগ্ন এক জলাসয়ের ধারে বড় করে হচ্ছে তাঁর বিয়ে। পাত্রী ইন্ডাস্ট্রির নামকরা অভিনেত্রী–দর্শনা বণিক। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ছবি দিয়ে ফেলেছেন সৌরভ। টুকটুকে লাল বেনারসীতে সেজেছেন দর্শনা। সৌরভও সাদা তসরের পঞ্জাবীতে নিজেকে সাজিয়েছেন। কিন্তু বিয়ের দিন সকাল থেকেই নেটিজ়েনদের তির্যক মন্তব্য ছুটে আসছে অভিনেতার দিকে। যেন বিয়েটা করে কোনও ‘অপরাধ’ করছেন তিনি।
ঘটা করে গায়ে হলুদের আয়োজন করা হয় সৌরভ-দর্শনার। সেই গায়ে হলুদের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টলিউডের অন্যতম তারকারা। অভিনেত্রী সোহিনী সরকার সৌরভের বিশেষ বন্ধু। তাঁর উজ্জ্বল উপস্থিতি আসর আলো করে দেয়। সৌরভকে নিজে হাতে লাগিয়ে দিয়েছেন বেসন, দুধে মেশানো হলুদ। এবং সেই ভিডিয়ো পোস্ট হতেই ‘খারাপ খারাপ’ কথা ধেয়ে এসেছে শুভ অনুষ্ঠানেই সময়ই। সৌরভ-দশর্নার বিয়েটাকে মিথ্যা নাটক হিসেবেও দাগিয়ে দেওয়া হয়েছে।
এক ব্যক্তি মন্তব্য করেছেন, “বিয়ে না ছেলে খেলা!” এ ধরনের আরও অনেক কুৎসিত মন্তব্য করেছেন নেটিজ়েনদের একাংশ। কিন্তু অতীতে যেমন এসবে কিছুই যায় আসেনি সৌরভের, এ ব্যাপারেও হলফ করে বলা যায়, তিনি বিষয়টাকে পাত্তাই দেবেন না।
এর আগে দর্শনার ওয়ালে তাঁর এক অনুরাগী লিখেছিলেন, “সৌরভ ফালতু ছেলে, তাঁকে বিয়ে করলে দর্শনা ভুগবেন”। বিষয়টিতে সৌরভের প্রতিক্রিয়া ছিল, “দর্শনার আমাকে ফালতু না লাগলেই হল। আর যদি লাগে, তা হলে ও নিজেই রিপ্লাই করে জানিয়ে দেবে সেই ব্যক্তিকে।”