Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Tollywood Breakups: সব কিছুতেই আপত্তি ছিল সুবানের, আমি আর পারছিলাম না: বিস্ফোরক তিয়াসা

Tollywood Breakups: ভালবেসেই তো বিয়ে করেছিলেন তাঁরা। কী এমন হল যে বদলে গেল সব সমীকরণ?

Tollywood Breakups: সব কিছুতেই আপত্তি ছিল সুবানের, আমি আর পারছিলাম না: বিস্ফোরক তিয়াসা
গ্রাফিক্স- অভীক দেবনাথ।
Follow Us:
| Edited By: | Updated on: Jun 09, 2022 | 7:05 PM

বিচ্ছেদের পথে হেঁটেছেন সুবান রায় ও তিয়াসা লেপচা। বিচ্ছেদের পরেই তিক্ত হয়েছে সম্পর্ক। একদিকে সুবান যেমন তিয়াসার বিরুদ্ধে এনেছেন বিশ্বাস নিয়ে ছিনিমিনি খেলার অভিযোগ, অন্যদিকে সুবানের বিরুদ্ধেও TV9 বাংলার কাছে বিস্ফোরক অভিযোগ তিয়াসার। তাঁর সাফ কথা, তিনি সুখী আছেন, ভাল আছেন, আর সেটাই সহ্য করতে পারছেন না সুবান।

সুবানের অভিযোগের পাল্টাই তিয়াসার বক্তব্য, “আমি ওকে ঠকিয়েছি সেটা কেন আগে বলল না? এখন যেহেতু দেখছে আমি ধারাবাহিক করছি, খুশি আছি, সেই জন্যই এরকম করছে। এতদিন সময় গেল, ডিভোর্স ফাইল হল তখন কিছু বলেনি কেন?” সুবানের বিরুদ্ধেও একগুচ্ছ অভিযোগ এনেছেন তিয়াসা। তাঁর স্বাধীনতায় প্রতিমুহূর্তেই হস্তক্ষেপ করতেন বলে জানিয়েছেন তিনি। তিয়াসা যোগ করেন, “শখ করে ইউটিউব চ্যানেল খুলেছিলাম। সুবানের পছন্দ ছিল না। রিলস বানাতাম, তা-ও পছন্দ ছিল না ওর। ফেসবুকে কেন অ্যাক্টিভ থাকব, সেটা নিয়েও আপত্তি। আমি আর পারছিলাম না।”

অথচ ভালবেসেই তো বিয়ে করেছিলেন তাঁরা। কী এমন হল যে বদলে গেল সব সমীকরণ? অভিনেত্রীর উত্তর, “আমি ওর হাত ধরেই এসেছিলাম এই শো-বিজ়ে। ওর হাত ধরেই চিনেছি সবটা, কিন্তু দিন যত গেল সব কীভাবে বদলে গেল সেটা তো ও নিজেও জানে। কৃষ্ণকলির সেটে এসে ও কী করেছিল, সেটা সুবানে প্রশ্ন করা হোক। আমি চেষ্টা করেছিলাম, বেরিয়ে আসতে চাইনি, কিন্তু আর কতো কম্প্রোমাইজ় করব। আসলে ওই যে বললাম আমি খুশি আছি, এটা ও কিছুতেই মেনে নিতে পারছে না। নয়তো একটা মানুষ এক বছরে টুঁ শব্দটা করল না, এখন হঠাৎ করেই ব্যক্তিগত কথা নিয়ে এত সরব কেন?” তিয়াসার দাবি তিনি সিঙ্গল। সামনে নতুন ধারাবাহিক আসছে তাঁর, শীঘ্রই শুরু হবে শুটিং। অতীত আঁকড়ে থাকতে চান না। আর ধারাবাহিক থেকে সিরিজ়, সিরিজ় থেকে সিনেমা… এগিয়ে যাওয়াই তাঁর লক্ষ্য। তাঁর সোজাসাপ্টা কথা, “কে কী বলল, কী পাওয়ার জন্য এই সব অপপ্রচার করল, আমার সত্যি কিছু যায় আসে না, বিশ্বাস করুন। আমি খুব ভাল আছি এখন। শান্তিতে আছি।”