Dev Marriage: ‘আমি বিবাহিত’, দেব নিজেই এবার স্বীকার করে নিলেন সত্যি

TV9 Bangla Digital | Edited By: জয়িতা চন্দ্র

Jun 10, 2023 | 10:08 AM

Relationship: রুক্মিনী-দেব মানেই মিষ্টি প্রেমের গল্প। তাঁদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক নিয়ে কখনই তেমন কোনও রাখঢাকের বহার ছিল না। প্রকাশ্যে তাঁরা একে অপরের সঙ্গে ঠাট্টা-মজায় মেতেছেন একাধিকবার।

Dev Marriage: আমি বিবাহিত, দেব নিজেই এবার স্বীকার করে নিলেন সত্যি

Follow Us

টলিউডে পা রাখার পর থেকেই রুক্মিনী মৈত্র ও দেবের জুটি এক কথায় হিট। পর্দায় একাধিকবার রোম্যান্সে ঝড় তুলেছেন এই স্টারজুটি। ঝুলিতে তাঁদের বিভিন্নস্বাদের ছবি। একের পর এক ছবিতে বিভিন্ন ধাঁচে, বিভিন্ন স্বাদের চরিত্রে নিজেদের তুলে ধরেছেন তাঁরা। পর্দার বাইরেও এই জুটির মধ্যে থাকা সম্পর্কের সমীকরণটা ঠিক কতটা গভীর, তা কম বেশি সকলেরই জানা। রুক্মিনী-দেব মানেই মিষ্টি প্রেমের গল্প। তাঁদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক নিয়ে কখনই তেমন কোনও রাখঢাকের বহার ছিল না। প্রকাশ্যে তাঁরা একে অপরের সঙ্গে ঠাট্টা-মজায় মেতেছেন একাধিকবার। এই জুটির শেষ মুক্তি পাওয়া ছবি ‘কিশমিশ’। যদিও বর্তমানে তাঁদের দর্শক দরবারে নিত্য হাজিরা। সম্প্রতি ডান্স রিয়্যালিটি শো-এর বিচারক পদে রুক্মিনী মৈত্র ও দেবকে একসঙ্গে পেয়েছেন দর্শকেরা।

বর্তমানে তাঁরা টলিপাড়ার নতুন ব্যোমকেশ ও সত্যবতী জুটি। সকলের নজরের কেন্দ্রে এখন এই জুটির আগামী ছবি। ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে তাঁদের লুক। তারই মাঝে নিজেকে বিবাহিত বলে দাবি করলেন দেব? গুগুলে সর্বাধিক তাঁকে নিয়ে ছড়িয়ে থাকা প্রশ্নের উত্তর দিতে গিয়ে তিনি জানিয়েছিলেন, তিনি বিবাহিত। তবে না, এই বিবাহ দাম্পত্য জীবনের নয়, তিনি কাজের সঙ্গে বিবাহিত। তাঁর কথায়, নিজেকে প্রতিটা দিন প্রমাণ করা, চেষ্টা করা ভাল কাজ দর্শকদের উপহার দেওয়া, শেখা, সবটা এতটা মন দিয়ে করতে গেলে তো বৈবাহিত সম্পর্কই প্রয়োজন। তাই সেই অর্থে তিনি তাঁর কাজের সঙ্গে বিবাহিত।

যদিও অতীতে তিনি একবার রুক্মিনীকে নিজের স্ত্রী হিসেবে দাবি করেছিলেন। ডান্স রিয়্যালিটি শো, হাসি-ঠাট্টায় জমজমাট এই শিশুদের ডান্স মঞ্চেই একবার বলে বসেছিলেন অভিনেতা এ কোন কথা? রুক্মিনী-দেবের সম্পর্কের কথা যদিও কারুর অজানা নয়, তবে এবার সোজা রুক্মিনীকে স্ত্রী-এর পরিচয় দিয়ে বলসেন তিনি! ‘ডান্স ডান্স জুনিয়ার’এর সম্প্রচারিত হওয়া এপিসোডে মজার ছলে তেমনটাই বলতে শোনা যায় অভিনেতা দেবকে। শো-এর মঞ্চে সকলের প্রিয় ফুগলা রুক্মিনীকে বিয়ে করার ইচ্ছে প্রকাশ করে। তা কানে আসতেই তাকে কাছে টেনে নিয়ে দেব প্রশ্ন করে বসেন- “আমার বউকে কী করে বিয়ে করতে চাইলে?” ফুগলাকে প্রশ্ন করে বসেন দেব, কী বলেছিস, আমার বউকে নাকি বিয়ে করবি? দেবের প্রশ্ন শুনে অবাক ফুগলা জানতে চায়, দেব কীভাবে জানল? দেবের পাল্টা উত্তর- আমি রঙবাজ, আমার কাছে সব খবর থাকে।

Next Article