Ranjit Mallick: অভিনয় নয়, বাস্তবের শুটিং ফ্লোরে ভিলেনদের পিটিয়ে দিতেন রঞ্জিত মল্লিক, মার খেয়েছেন টলি-অভিনেতাও

TV9 Bangla Digital | Edited By: জয়িতা চন্দ্র

Mar 01, 2023 | 5:19 PM

Tollywood Inside: অভিনেতা দীপঙ্কর দে একবার এই শো-এর সঞ্চালক শাশ্বত চট্টোপাধ্যায়কে জানিয়েছিলেন, তিনি রীতিমত মার খেয়েছিলেন রঞ্জিত মল্লিকের হাতে।

Ranjit Mallick: অভিনয় নয়, বাস্তবের শুটিং ফ্লোরে ভিলেনদের পিটিয়ে দিতেন রঞ্জিত মল্লিক, মার খেয়েছেন টলি-অভিনেতাও

Follow Us

টলিউডের তিনি বেল্ট ম্যান। না, কথিত কোনও সংলাপ নয়, কবে থেকে যে এই তকমাটা অভিনেতা রঞ্জিত মল্লিকের গায়ে লেগে গিয়েছিল তিনি নিজেও জানেন না। চাপকে পিঠের চামড়া তুলে দেব, এই সংলাপটাই তাঁর ইউএসপি হয়ে যায় একটা সময়ের পর। এক সাক্ষাৎকারে রঞ্জিত মল্লিক জানিয়েছিলেন, বেশ কিছু ছবিতে তিনি নিজের বেল্ট খুলে ভিলেনদের শাস্তি দিয়েছিলেন, তবে থেকেই এই তকমা। জি বাংলার টক শো অপুর সংসারে এসে এই মর্মেই মুখ খুলেছিলেন অভিনেতা। জানান, তিনি এই বিষয় বেশ শক্ত হাতেই শাস্তি দিতে পছন্দ করেন। ন্যায়ের পক্ষে তাঁর চরিত্র যেভাবে দাঁড়ায়, সেক্ষেত্রে এই রূপটাই স্বাভাবিক। তাই বলে অভিনয়ের নামে সত্যি সত্যি মার?

অভিনেতা দীপঙ্কর দে একবার এই শো-এর সঞ্চালক শাশ্বত চট্টোপাধ্যায়কে জানিয়েছিলেন, তিনি রীতিমত মার খেয়েছিলেন রঞ্জিত মল্লিকের হাতে। অ্যাকশনের আগে রঞ্জিত মল্লিক নিজেই সবাইকে সাবধান করে দিলেন, দূরে থাকতে বলতেন। সকলকে সতর্ক করে জানাতেন যাতে কেউ বেশি না এগোয়। কিন্তু পরিচালক অ্যাকশন বললে তিনি নিজেই নাকি ১০ পা এগিয়ে এসে মারতে শুরু করেন।

দীপঙ্কর দের এই মজার কাহিনি শুনে সেটে উপস্থিত সকলেই হেসে ফেলন। খোদ রঞ্জিত মল্লিকও বিষয়টা বেশ উপভোগ করেছিলেন। পাশাপাশি স্বীকারও করেছিলেন, যে তাঁর হাতে বহু অভিনেতা তথা ভিলেন চরিত্ররাই মার খেয়েছেন। রঞ্জিত মল্লিকের কথায় এই চরিত্রগুলোই এমন থাকত। তিনি সহজেই গভীরে ঢুকে যেতেন। ফলে এমন অনেক সময়ই হয়ে যেত।

রঞ্জিত মল্লিক বিভিন্ন স্বাদের চরিত্রে অভিনয় করেছেন। যা দর্শকদের মনে আজও জায়গা করে নিয়েছে। তবে একটা সময়ের পর এমন কিছু চরিত্র তাঁর ঝুলিতে আসে যা থেকে তাঁর চরিত্রের প্রতি দায়িত্ববোধ অনেক বেড়ে যায়। তিনি নিজেই জানান, শুক্র ছবিতে ছোট্ট শিশুটি যখন খাবারের অভাবে কাঁদে, তাঁর চোখেও জল চলে আসত।

Next Article