আবারও শোকের ছায়া টলিউডে। প্রয়াত কান-জয়ী টলিউড অভিনেতা শুভময় চট্টোপাধ্যায়। এ দিন সকালে মৃত্যু হয় তাঁর। ঘনিষ্ঠ সূত্রে জানা গিয়েছে দীর্ঘদিন ধরেই খাদ্যনালীর ক্যানসারে আক্রান্ত ছিলেন তিনি। শহরের এক বেসরকারি হাসপাতালের আইসিইউতে ভর্তি ছিলেন তিনি। সেখানেই চলছিল চিকিৎসা। গলায় বসেছিল স্টেইনও। কিন্তু এঁর পরেই থেকেই শারীরিক অবস্থার আরও অবনতি ঘটতে থাকে। অবশেষে মঙ্গলবার সকালে প্রয়াত হন তিনি।
একদিকে যেমন বড় পর্দায় অভিনয় ঠিক তেমনই ছোট পর্দাতেও কাজ করতে দেখা গিয়েছে তাঁকে। তবে তাঁর পরিচয় শুধুমাত্র অভিনয়েই আটকে ছিল না। লিখতেন চিত্রনাট্য। মঞ্চেও ছিলেন সাবলীল। সম্প্রতি, ‘চোলাই’ সিনেমায় সংলাপ লেখনীর জন্য ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডও পেয়েছিলেন তিনি। গাইতেন গানও। এখানেই শেষ নয়। কানের মঞ্চেও তিনি উড়িয়েছেন বিজয়পতাকা। জিৎ প্রযোজিত শর্ট ফিল্ম ‘হরে কৃষ্ণ’-তে মুখ্য ভূমিকায় দেখা গিয়েছিল তাঁকে। আর ওই ছবিই কান ফিল্ম ফেস্টিভ্যালের শর্ট ফিল্ম বিভাগে জিতেছিল পুরস্কার। মিমিক্রিও নাকি করতে পারতেন অনায়াসেই।
তাঁর মৃত্যুর খবর জানিয়ে এ দিন ফেসবুকে একটি পোস্ট করেন পরিচালক অয়ন সেনগুপ্ত। তিনি লেখেন, “তুমি যেখানেই থাকো… ভালো থেকো দাদা….কোলকাতা নাট্যসেনা এবং গুরুকুলের পক্ষ থেকে তোমার আত্মার শান্তি কামনা করি।” শোক প্রকাশ করেছেন ইণ্ডাস্ট্রিতে তাঁর অন্যান্য সহকর্মীরাও। টলিউড ফের একবার স্বজন হারা। শুভময় ঘনিষ্ঠরা একজোটে বলছেন এ ব্যক্তিত্ব ভুলবার নয়…।