Madhumita Sarkar: টলিপাড়ায় নয়া বিনোদিনী, মধুমিতার লুকে জল্পনা তুঙ্গে…

TV9 Bangla Digital | Edited By: Sneha Sengupta

Jun 17, 2023 | 9:20 PM

Madhumita Sarcar On Instagram: সোশ্যাল মিডিয়ায় তিনি বরাবরই সক্রিয়। এবার তিনি এমন এক ছবি পোস্ট করলেন যা দেখা মাত্রই সকলের নজরের কেন্দ্রে জায়গা করে নিল। মধুমিতা বরাবরই নানা ফোটোশুটের আপডেট দিয়ে থাকেন সোশ্যাল মিডিয়ায়।

Madhumita Sarkar: টলিপাড়ায় নয়া বিনোদিনী, মধুমিতার লুকে জল্পনা তুঙ্গে...
মধুমিতা সরকার

Follow Us

 

মধুমিতা সরকার (Madhumita Sarcar), প্রথম থেকেই তিনি চেয়েছিলেন একটু ভিন্ন স্বাদের কাজ করতে। ভিন্ন স্বাদের অভিনয় করতে। তাই টিভির পর্দার পাখির খুব বেশি সময় লাগেনি টলিপাড়ায় রাজত্ব করতে। একের পর এক ছকভাঙা চরিত্রে বারে বারে নিজেকে প্রমাণ করেছেন অভিনেত্রী। বারবার এমন চরিত্র হয়ে ধরা দিয়েছেন, যা আগের কাজকে ছাপিয়ে দর্শকদের মনে জায়গা করে নিয়েছে। এবার তবে কি নতুন কোনও চরিত্র হয়ে তাক লাগানোর পালা? ঐশ্বর্য রাই বচ্চন, বলিউডের দাপুটে সেলেব বিনোদিনীর চরিত্রে অভিনয় করে সকলের নজর কেড়েছিলেন। ঋতুপর্ণ ঘোষের পরিচালনায় তিনি যেভাবে নিজেকে তুলে ধরেছিলেন, তা এক কথায় বলতে গেলে সকলের নজরের কেন্দ্রে জায়গা করে নিয়েছিল। আজও সেই চরিত্র এক অন্যতম চরিত্র হয়ে রয়ে গিয়েছে। এবার কি তবে সেই সাহিত্য নির্ভর চরিত্রে নজর কাড়তে চলেছেন অভিনেত্রী মধুমিতা সরকার?

সোশ্যাল মিডিয়ায় তিনি বরাবরই সক্রিয়। এবার তিনি এমন এক ছবি পোস্ট করলেন যা দেখা মাত্রই সকলের নজরের কেন্দ্রে জায়গা করে নিল। মধুমিতা বরাবরই নানা ফোটোশুটের আপডেট দিয়ে থাকেন সোশ্যাল মিডিয়ায়। এবারও তার ব্যতিক্রম হল না। পরণে সাদা শাড়ি। গলায় তুলসীর মালা, ঠিক যেন বিনোদিনী লুক। দেখা মাত্রই তাক লেগে গেল নেটপাড়ার। তবে কি এই বড় চরিত্র হয়েই পর্দায় আসতে চলেছেন অভিনেত্রী! এমনই প্রশ্ন নেটপাড়ার। একের পর এক প্রশ্ন ছুঁড়ে দিলেন সকলেই। কমেন্ট বক্সে উঠল ঝড়। যদিও এই রহস্য নিয়ে মুখ একটা মন্তব্য করতে দেখা গেল না মধুমিতা সরকারকে।  তিনি কেবল লিখলেন…”ভুলিতে নাহি পারি।”

Next Article