শ্রীলেখা মিত্র, যাঁর জীবনে একাধিক অধ্যায় জুড়ে রয়েছে নানা ওঠা পড়ার গল্প, বারে বারে ভেঙে নিজেকে গড়েছেন তিনি। কটাক্ষের মুখে পড়েছেন, কখনও প্রশংসিত হয়েছে। জীবনের এই প্রতিটা অধ্যায়ে হেরে যাওয়াকে কখনও পাত্তা দেননি তিনি। এবার জীবন নিয়ে আস্ত একটি ছোটা চিঠি লিখে ফেললেন অভিনেত্রী। সোশ্যাল মিডিয়ায় ভীষণ সক্রিয় অভিনেত্রী শ্রীলেখা মিত্র। ঝড়ের গতিতে ভাইরাল তাঁর প্রতিটা পোস্ট। এবার খোলা চিঠিতে নিজেকে উজার করে দিলেন তিনি। ভক্তদের নজরের কেন্দ্রে যা পলকে জায়গা করে নেয়। জীবনের একাধিক ওঠা পড়ার গল্প তিনি সকলের সঙ্গে শেয়ার করে নিয়ে থাকেন। তালিকা থেকে বাদ পড়েনি তাঁর পরিচালক হিসেবে ডেবিউ করার খবরও।
এবং ছাদ নামে যে শর্টফিল্ম পরিচালনা করেছিলেন অভিনেত্রী, তা বেশ কিছু জায়গায় প্রশংসিত হয়। পুরস্কারও পেয়েছেন তিনি তাঁর এই কাজের জন্য। এতদিন পরিচালনা বিষয়টিতে ঢুকতে দেখা যায়নি তাঁর। তবে বর্তমানে তিনি তাঁর প্রযোজনা সংস্থা নিয়ে বেজায় ব্যস্ত। হচ্ছে ভাল কাজও। এবার সেই তালিকায় যুক্ত হল আরও কাজ। সুখবর ভাগ করে নিয়েই শ্রীলেখা একটি দীর্ঘ পোস্ট করলেন।
কী লিখলেন অভিনেত্রী?
শ্রীলেখার কলমে, ”জীবন, তুমি যখন আমায় নিয়ে রসিকতা করেছ, প্রতিযোগিতার মুখে ঠেলে দিয়েছ…, আঘাত পেয়েছি, যখন আমার দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছ। একটা সময় ভেবেছি জীবন শেষ করে দেব। যখন আমার পক্ষে কিছুই ছিল না। কিন্তু তখনই দেখেছি তোমার হাসি মুখ, আমায় অনুপ্রাণিত করতে। আবার নিজেকে ফিরে পেয়েছি। ঝুঁকি ও প্রতিযোগিতাকে অস্বস্তির মুখে ফেলেছি। আগেই খুলেছি আমার প্রযোজনা সংস্থা। Pawsome প্রাইভেট লিমিটেড। পরিচালনার কাজও শুরু করেছি। আমার ভার্চ্যুয়াল বন্ধুরা তার সাক্ষীও ছিলেন। অভিনেত্রী হিসেবে আপনারা আমার সঙ্গে ছিলেন, কিন্তু পরিচালক হিসেবে সেভাবে কিছুই জানতেন না আমার বিষয়। এবং ছাট বেশকিছু পুরস্কারও পেয়েছে। আজা আমার পরিচালনায় একটি বিজ্ঞাপন মুক্তি পেতে চলেছে। আমি উত্তেজিত, পাশাপাশি চিন্তায় রয়েছি।”