Rituparna Sengupta: ‘চলো আবার আমরা একসঙ্গে ভাগ করে নিই সাফল্য’, প্রসেনজিতের জন্মদিনে বললেন ঋতুপর্ণা

TV9 Bangla Digital | Edited By: Sneha Sengupta

Sep 30, 2023 | 12:50 PM

Prosenjit Chatterjee Birthday: ঋতুপর্ণা লিখেছেন, "সবচেয়ে সুন্দর মানুষটাকে জানাই জন্মদিনের অনেক-অনেক শুভেচ্ছা। তোমার সঙ্গে কাজ মানেই এক দমকা টাটকা হাওয়া। তোমার সঙ্গে থাকা হল জীবনের সম্পদ। চলো আবার আমরা একসঙ্গে ভাগ করে নিই সাফল্য। তৈরি করে অনেক-অনেক মধুর স্মৃতি। শুভ জন্মদিন! আজকের দিনটা তোমার কাটুক হাসিতে এবং ভালবাসায়।"

Rituparna Sengupta: চলো আবার আমরা একসঙ্গে ভাগ করে নিই সাফল্য, প্রসেনজিতের জন্মদিনে বললেন ঋতুপর্ণা
প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং ঋতুপর্ণা সেনগুপ্ত।

Follow Us

৩০ সেপ্টেম্বর (অর্থাৎ আজ) প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের জন্মদিনে। তাঁকে হৃদয় নিংড়ে শুভেচ্ছাবার্তা জানিয়েছেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। সাদা-কালো ধুতি পঞ্জাবী এবং লাল পাড় সাদা শাড়ি পরা প্রসেনজিৎ-ঋতুপর্ণার এক ছবি শেয়ার করেছেন অভিনেত্রী। এবং সেই সঙ্গে লিখেছেন সেই কথাগুলো।

ঋতুপর্ণা লিখেছেন, “সবচেয়ে সুন্দর মানুষটাকে জানাই জন্মদিনের অনেক-অনেক শুভেচ্ছা। তোমার সঙ্গে কাজ মানেই এক দমকা টাটকা হাওয়া। তোমার সঙ্গে থাকা হল জীবনের সম্পদ। চলো আবার আমরা একসঙ্গে ভাগ করে নিই সাফল্য। তৈরি করে অনেক-অনেক মধুর স্মৃতি। শুভ জন্মদিন! আজকের দিনটা তোমার কাটুক হাসিতে এবং ভালবাসায়।”

একসঙ্গে প্রায় ৪৮টি ছবিতে অভিনয় করেছেন প্রসেনজিৎ ঋতুপর্ণা। ইন্ডাস্ট্রিতে আসার পর থেকে প্রিয় বুম্বাদার সঙ্গে ছবি করে গিয়েছেন টলিউডের রানি। মাঝে বেশকিছু বছর বিরতি নিয়েছিল ঋতুপর্ণা-প্রসেনজিতের হিট জুটি। তারপর ফের নন্দিতা রায় এবং শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের উদ্যোগে তাঁদেরই পরিচালিত ছবি ‘প্রাক্তন’-এ কামব্যাক করে ঋতুপর্ণা-প্রসেনজিতের হিট পেয়ার। পুরো দমে বাণিজ্যিক ছবি হোক কিংবা একটু অন্য ধরনের বাণিজ্যিক ছবি – ঋতুপর্ণা- প্রসেনজিৎ পর্দায় থাকলেই দর্শকের মনে তৈরি হয় আলাদা উন্মাদনা। যে উন্মাদনা দর্শক মনে তৈরি করে উত্তম কুমার এবং সুচিত্রা সেনের জুটি। অনেকে এ কথা স্বীকারও করেন উত্তম-সুচিত্রার পর সফল রুপোলি পর্দার জুটি প্রসেনজিৎ-ঋতুপর্ণারই।

‘প্রাক্তন’ মুক্তি পাওয়ার পর তাঁদের নিয়ে ছবি তৈরি করেন পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায়। সেই ছবির নাম ‘দৃষ্টিকোণ’। এরপর তাঁদের ৫০তম ছবির ব্যাপারে খুঁতখুঁতে হয়ে পড়েছেন প্রসেনজিৎ-ঋতুপর্ণা দু’জনেই। কোন পরিচালক, কোন চিত্রনাট্যে সিলভার জুবিলি হবেই জুটির, অপেক্ষা এখন সেটারই।

Next Article