Murder in the Hills: লাগেজ রেডি! লকডাউনের মধ্যেই অর্জুন-অনিন্দিতা-রাজদীপরা যাচ্ছেন দার্জিলিং

সবাই মোটামুটি রেডি! এবার শুধু যাওয়ার অপেক্ষা। অঞ্জন দত্তের জন্মদিন কাটাতে কি দার্জিলিং ট্রিপ?

Murder in the Hills: লাগেজ রেডি! লকডাউনের মধ্যেই অর্জুন-অনিন্দিতা-রাজদীপরা যাচ্ছেন দার্জিলিং
দার্জিলিংয়ের জন্য রেডি অভিনেতা-অভিনেত্রীরা।
Follow Us:
| Edited By: | Updated on: Jul 02, 2021 | 7:52 PM

টলিউডের একাধিক অভিনেতা-অভিনেত্রীদের পরবর্তী ডেস্টিনেশন দার্জিলিং। অর্জুন চক্রবর্তী, অনিন্দিতা বসু, রাজদীপ গুপ্ত, সুপ্রভাত দাসের লাগেজ মোটামুটি প্যাকড। শীতের শহরে শুধু যাওয়ের অপেক্ষ! কিন্তু লকডাউনের মধ্যে দার্জিলিং! প্রশ্ন ছিল এক অভিনেতার কাছে। একগাল হেসে বললেন, “ আসলে ৭ জুলাই  অঞ্জন দত্ত পরিচালিত ‘মার্ডার ইন দ্য হিলস’-এর ট্রেলার লঞ্চ। কিন্তু কোভিড পরিস্থিতিতে বেশ সাবধানে সারতে হচ্ছে যাবতীয় প্রমোশন। তা-ই বাড়ি থেকে যে যেভাবে পারছেন ছবি তুলে প্রচারের চেষ্টা করছি আমরা। না আমরা কেউই কোত্থাও যাচ্ছি না।”

 

 

‘অঞ্জন দত্তের নতুন ওয়েব সিরিজের শুটিং শেষ দার্জিলিংয়ে। সিরিজের নাম ‘মার্ডার ইন দ্য হিলস’। অভিনয়ে অর্জুন চক্রবর্তী, অনিন্দিতা বসু, সন্দীপ্তা সেন, রাজদীপ গুপ্ত, সৌরভ চক্রবর্তী, সুপ্রভাত দাস, রজত গঙ্গোপাধ্যায় প্রমুখ। এই প্রথম ওয়েব সিরিজের পরিচালনার দায়িত্বে রয়েছেন অঞ্জন দত্ত। সিরিজের চরিত্রদের ফার্স্ট লুক রিলিজ হয়ে গিয়েছে।

 

মুখে চরুট নিয়ে বসে পরিচালক অঞ্জন। সন্দীপ্তাকে দেখা যায় রেড ব্লেজারে। উৎকণ্ঠা ভরা এক মুখে ওয়াচ টাওয়ারের সামনে অর্জুনকে। কফি মাগ হাতে অনিন্দিতা অপলক দৃষ্টিতে তাকিয়ে আছেন। রাজদীপের চোখে সানগ্লাস, গলায় মাফলার। সৌরভ চেয়ে আছেন এক দৃষ্টিতে। প্রত্যেকটি চরিত্রের মধ্যে যেন এক রহস্য ঘনীভূত হচ্ছে।

 

 

এক জন্মদিনের পার্টিতে রহস্যজনকভাবে একজনের মৃত্যু, আপাতদৃষ্টিতে মৃত্যুর কারণ হার্ট অ্যাটাক মনে হলেও, সাংবাদিক এক মৃত্যুর রহস্যের গন্ধ পায়। সত্যিই কি হার্ট অ্যাটাক নাকি খুন? এই রহস্যের কিনারা খোঁজার চেষ্টা চলে গোটা ওয়েব সিরিজে।

 

 

 

অঞ্জন দত্তের গান—‘খাদের ধারের রেলিঙটা/সেই দুষ্টু দোদো সিরিংটা/আমার শৈশবের দার্জিলিংটা’। এ গান বাঙালির ঠোঁটে লেগে রয়েছে। পাইন গাছের পাশ দিয়ে আঁকাবাঁকা পথে গাড়ি ছুটেছে, ততবার হেডফোনে লুপে বেজেছে অঞ্জন দত্তর গান। অঞ্জন দত্ত এবং দার্জিলিং ওতপ্রোতভাবে জড়িয়ে। তা-ই যেন তেন প্রকারণে তিনি বারবার ফিরে গিয়েছেন পাহাড়ের রাণির কাছে। আর এবার গিয়ে এক খুনের দাগ রেখে এলেন পাহাড়ের গায়ে।

 

 

আরও পড়ুন Bollywood Monsoon films: ৭ বলিউড ছবি যেখানে বৃষ্টি হয়ে উঠেছে চরিত্র