Adrit Roy: ক্যামেরা দেখেই মুখ লুকোলেন আদৃত, নায়ককে দেখে অবাক ভক্তরা!

Adrit Roy: টিভিনাইন বাংলা আয়োজিত ঘরের বায়োস্কোপের পর থেকে নিজেকে কার্যত আড়ালেই রেখেছিলেন আদৃত রায়। তাঁকে একবার দেখার জন্য হা-পিত্যেশ করে বসেছিলেন দর্শক। অবশেষে দেখা মিলল তাঁর। কিন্তু আদৃতের নতুন লুক দেখে অবাক ভক্তরা। একমুখ দাড়ি, লম্বা চুল।

Adrit Roy: ক্যামেরা দেখেই মুখ লুকোলেন আদৃত, নায়ককে দেখে অবাক ভক্তরা!
নায়ককে দেখে চিনতেই পারলেন না ভক্তরা!
Follow Us:
| Edited By: | Updated on: Oct 01, 2023 | 6:47 PM

টিভিনাইন বাংলা আয়োজিত ঘরের বায়োস্কোপের পর থেকে নিজেকে কার্যত আড়ালেই রেখেছিলেন আদৃত রায়। তাঁকে একবার দেখার জন্য হা-পিত্যেশ করে বসেছিলেন দর্শক। অবশেষে দেখা মিলল তাঁর। কিন্তু আদৃতের নতুন লুক দেখে অবাক ভক্তরা। একমুখ দাড়ি, লম্বা চুল। হাজারও ক্যামেরার সামনে নিজেকে দেখাবেন না বলে মুখ ঢেকেই এলেন তিনি। সম্প্রতি আয়োজিত হল এসভিএফ প্রযোজনা সংস্থার স্ট্রিমিং প্ল্যাটফর্ম হইচই-এর সাত বছর পূর্তির সেলিব্রেশন। সেখানেই হাজির হয়েছিলেন আদৃত। পাঠান স্যুটে হাজির হয়েছিলেন সেখানে। কিন্তু মুখ ঢেকেই রেখেছিলেন তিনি। ক্যামেরা দেখতে পেলেই নিজেকে আড়াল করছিলেন বারংবার। নতুন ছবির লুক সামনে আনবেন না বলেই কি এ হেন প্রয়াস তাঁর?

হইচইয়ের অজস্র নতুন কনটেন্টের ঘোষণা হয়েছে সম্প্রতি। যদিও তার কোনওটিতেই নাম নেই আদৃতের। ছোট পর্দা ছেড়ে আপাতত বড় পর্দাতেই দেখতে পাওয়া যাবে তাঁকে। পরিচালক অভিরূপ ঘোষের ‘পাগল প্রেমী’র হাত ধরে কামব্যাক হবে আদৃতের, টলিপাড়া সূত্রে খবর তেমনটাই। অন্যদিকে সম্প্রতি শেষ হয়েছে তাঁর ‘মিঠাই’ ধারাবাহিক। ওই ধারাবাহিকে নিজের অভিনয়ের জেরে সকলের মন খুব সহজেই জয় করে নেন তিনি।

View this post on Instagram

A post shared by SIDHAI 😇 (@sidhai76)