Trina Saha: অভিনেত্রী নন, পরিচালক হতে চেয়েছিলেন তৃণা?

TV9 Bangla Digital | Edited By: জয়িতা চন্দ্র

Aug 07, 2023 | 9:30 PM

Inside Story: কেরিয়ারের শুরুতে পরিচালনার জন্যই মূলত চেষ্টা করছিলেন তৃণা সাহা। তাঁর কথায়, তিনি সৃজিত মুখোপাধ্যায়ের টিমেও সহপরিচালকের কাজ করেছেন।

Trina Saha: অভিনেত্রী নন, পরিচালক হতে চেয়েছিলেন তৃণা?

Follow Us

তৃণা সাহা, টলিউডের অত্যন্ত পরিচিত মুখ। যাঁর অভিনয় থেকে শুরু করে বোল্ড লুকের ভক্ত অনেকেই। বেশ কিছুদিন ধরে চর্চায় তৃণা। সম্প্রতি শেষ হয়েছে তাঁর মেগা ধারাবাহিক। তারপরই বেশ কিছু ছবি ও ওটিটির প্রস্তাব যায় তৃণার হাতে। সেই তালিকায় থাকা অন্যতম কাজই ছিল মাতঙ্গী। যা থেকে বর্তমানে বিতর্কের জেরে বাদ পড়েছেন তৃণা সাহা। সম্প্রতি এই খবরে তোলপার হয়েছে টলিপাড়া। যা নিয়ে চর্চাও থাকে তুঙ্গে। যদিও তৃণা এই বিষয় নিজের মন্তব্য স্পষ্ট করে দিয়েছেন, ক্ষমাও চেয়েছেন। তবে সকলের প্রিয় এই তৃণা সাহা বর্তমানে অভিনয় নিয়ে ব্যস্ত থাকলেও একটা সময় তিনি চেয়েছিলেন পরিচালক হতে। সম্প্রতি এক সাক্ষাৎকারে এমনই তথ্য ফাঁস করেন তিনি।

কেরিয়ারের শুরুতে পরিচালনার জন্যই মূলত চেষ্টা করছিলেন তৃণা সাহা। তাঁর কথায়, তিনি সৃজিত মুখোপাধ্যায়ের টিমেও সহপরিচালকের কাজ করেছেন। ছবির নাম জুলফিকার, এখানেই শেষ নয়, আরও বেশ কিছু সেটে তিনি ছিলেন অবজারভার হিসেবে। তবে তৃণা সাহার সেই স্বপ্ন এখনও অধরা। নীল ভট্টাচার্য একটা সময় তৃণাকে অভিনয়ের জন্য অডিশন দিতে বলেন। তৃণার কথায়, খুব খারাপ ছিল সেই অডিশন। আজও দেখলে তাঁর খারাপ লাগে। তবে চরিত্রটা তিনি পেয়ে গিয়েছিলেন।

তবে থেকেই তৃণা সাহা অভিনয়ের সঙ্গে যুক্ত হয়ে পড়েন। তবে তৃণা এক রেডিও চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে জানান, তিনি পরিচালক হওয়ার ইচ্ছে এখনও রাখেন। তবে বর্তমানে তিনি অভিনয় কাজ নিয়ে ব্যস্ত। সোশ্যাল মিডিয়াতেও বরাবরই সক্রিয় এই জুটি। নীল আর তৃণার সোশ্যাল মিডিয়ার ফলোয়ার সখ্যা রীতিমতো চোখ ধাঁধানো। অজস্র ভক্ত রয়েছে তাঁদের। শুধুমাত্র অভিনয় নয়, রিলসে এই দুই তারকাকে টেক্কা দেওয়া ভার। প্রায়দিনই নিজেদের একাধিক রিলস পোস্ট করেন তাঁরা। দুজনেরই প্যাশন হল নাচ।

Next Article