‘সব বৃষ্টি রোমান্টিক হয় না…ভাল থাকুক উপকূলের ধারের মানুষরা’, লিখলেন মেদিনী-কন্যা তুহিনা

শুভঙ্কর চক্রবর্তী | Edited By: Vimal Kumar

May 27, 2021 | 4:08 PM

সম্প্রতি হিন্দি ওয়েব দুনিয়ায় পা রাখলেন তুহিনা। অল্ট বালাজি প্রযোজিত নতুন ইরোটিক থিম সিরিজ ’হায় তৌবা’। এর আগে অল্ট বালাজি প্রযোজিত ‘গন্দি বাঁত’ বেশ প্রশংসিত হয়েছে।

Follow Us

অভিনেত্রীর বাড়ি পূর্ব মেদিনীপুর কাঁথিতে। তিনি কলকাতায়। বাড়ির মানুষজন-আত্মীয়স্বজন ঠিকঠাক আছে তো? খোঁজ নিচ্ছেন অভিনেত্রী তুহিনা দাস। সম্প্রতি এক পোস্টে তুহিনা লেখেন, ‘সব বৃষ্টি রোমান্টিক হয় না। ভাল থাকুক উপকূলের ধারের মানুষরা। সাবধানে থাকুন, সুস্থ থাকুন। ভালবাসা এবং প্রার্থনা রইল‘। নিজেই জাানালেন আপাতত কোনও দুঃসংবাদ আসেনি, তাঁর কাছের মানুষেরা সুস্থ রয়েছেন।

 

আরও পড়ুন শত গালি শুনে সাহায্য করার জন্য প্রস্তুত থাকেন: বাবা দেবাশিষের ছবি পোস্ট করে লিখলেন দেবলীনা

 

অভিনেত্রীকে ফোনে ধরা হলে তিনি বলেন, দিঘার একেবারে যাঁরা কাছাকাছি রয়েছেন, তাঁদের যা অবস্থা তা তো আমার দেখতে পারছি। কী ভয়াবহ পরিস্থিতি। আমি থাকি কাঁথিতে। তবে যা শুনছি গাছপালা ধ্বংস হয়ে গিয়েছে, মাটির বাড়িগুলো অবস্থাও খারাপ। বেশ কিছু কৃষিজমিও একেবারে নষ্ট হয়ে গিয়েছে। যাঁরা মাথার উপরে ঠাঁইও হারিয়ে ফেলেছেন দূর্যোগে, তাঁরা স্কুলে জায়াগা করেছে, কিছুজন আমার আত্মীয়স্বজনের বাড়িতেও থাকছেন। দিঘার লাগোয়া জায়গাগুলো খুব খারাপ অবস্থা। এত খারাপ খবরের মধ্যেও কিছুটা ভাল যে মানুষ-মানুষের পাশে দাঁড়াচ্ছেন।“

 

 

সম্প্রতি তুহিনা পা রাখলেন হিন্দি ওয়েব দুনিয়ায়। অল্ট বালাজি প্রযোজিত নতুন ইরোটিক থিম সিরিজ ’হায় তৌবা’। এর আগে অল্ট বালাজি প্রযোজিত ‘গন্দি বাঁত’ বেশ প্রশংসিত হয়েছে। ছ’টি ছোট গল্প মিলে এক সিরিজ। তুহিনা আপাতত যা কাজ করেছেন তা একেবারে বাংলায়, এই প্রথম এক হিন্দি সিরিজের অংশ হলেন তুহিনা।

 

 

তুহিনা ছাড়াও রয়েছেন সাহেব ভট্টাচার্য, রাকেশ বর্মা, গগণ আনন্দ, শচিন খুরানা, কিরণদ্বীপ কৌড়, শিল্পা মেহতা, অজিত কুলকার্নি। সমাজে ‘সেক্স’ নিয়ে যাবতীয় ট্যাবু বিষয়ক ধ্যানধারণাকে তুলে ধরবে একেবারে প্রাপ্তবয়স্কদের জন্য নির্মিত ওয়েব সিরিজ ’হায় তৌবা’।

 

[embedyt]https://www.youtube.com/watch?v=B9YKOS1I9pM[/embedyt]

অভিনেত্রীর বাড়ি পূর্ব মেদিনীপুর কাঁথিতে। তিনি কলকাতায়। বাড়ির মানুষজন-আত্মীয়স্বজন ঠিকঠাক আছে তো? খোঁজ নিচ্ছেন অভিনেত্রী তুহিনা দাস। সম্প্রতি এক পোস্টে তুহিনা লেখেন, ‘সব বৃষ্টি রোমান্টিক হয় না। ভাল থাকুক উপকূলের ধারের মানুষরা। সাবধানে থাকুন, সুস্থ থাকুন। ভালবাসা এবং প্রার্থনা রইল‘। নিজেই জাানালেন আপাতত কোনও দুঃসংবাদ আসেনি, তাঁর কাছের মানুষেরা সুস্থ রয়েছেন।

 

আরও পড়ুন শত গালি শুনে সাহায্য করার জন্য প্রস্তুত থাকেন: বাবা দেবাশিষের ছবি পোস্ট করে লিখলেন দেবলীনা

 

অভিনেত্রীকে ফোনে ধরা হলে তিনি বলেন, দিঘার একেবারে যাঁরা কাছাকাছি রয়েছেন, তাঁদের যা অবস্থা তা তো আমার দেখতে পারছি। কী ভয়াবহ পরিস্থিতি। আমি থাকি কাঁথিতে। তবে যা শুনছি গাছপালা ধ্বংস হয়ে গিয়েছে, মাটির বাড়িগুলো অবস্থাও খারাপ। বেশ কিছু কৃষিজমিও একেবারে নষ্ট হয়ে গিয়েছে। যাঁরা মাথার উপরে ঠাঁইও হারিয়ে ফেলেছেন দূর্যোগে, তাঁরা স্কুলে জায়াগা করেছে, কিছুজন আমার আত্মীয়স্বজনের বাড়িতেও থাকছেন। দিঘার লাগোয়া জায়গাগুলো খুব খারাপ অবস্থা। এত খারাপ খবরের মধ্যেও কিছুটা ভাল যে মানুষ-মানুষের পাশে দাঁড়াচ্ছেন।“

 

 

সম্প্রতি তুহিনা পা রাখলেন হিন্দি ওয়েব দুনিয়ায়। অল্ট বালাজি প্রযোজিত নতুন ইরোটিক থিম সিরিজ ’হায় তৌবা’। এর আগে অল্ট বালাজি প্রযোজিত ‘গন্দি বাঁত’ বেশ প্রশংসিত হয়েছে। ছ’টি ছোট গল্প মিলে এক সিরিজ। তুহিনা আপাতত যা কাজ করেছেন তা একেবারে বাংলায়, এই প্রথম এক হিন্দি সিরিজের অংশ হলেন তুহিনা।

 

 

তুহিনা ছাড়াও রয়েছেন সাহেব ভট্টাচার্য, রাকেশ বর্মা, গগণ আনন্দ, শচিন খুরানা, কিরণদ্বীপ কৌড়, শিল্পা মেহতা, অজিত কুলকার্নি। সমাজে ‘সেক্স’ নিয়ে যাবতীয় ট্যাবু বিষয়ক ধ্যানধারণাকে তুলে ধরবে একেবারে প্রাপ্তবয়স্কদের জন্য নির্মিত ওয়েব সিরিজ ’হায় তৌবা’।

 

[embedyt]https://www.youtube.com/watch?v=B9YKOS1I9pM[/embedyt]

Next Article