Tollywood Inside: ইউভানের সঙ্গে দেখা করতে এল ঈশান, মায়েদের কোলে দুই স্টারকিড, ভাইরাল ছবি

TV9 Bangla Digital | Edited By: জয়িতা চন্দ্র

May 06, 2023 | 2:39 PM

Bengali Actress: ঝড়েক গতিতে ভাইরাল হয়েছে সেই ছবি। দুই স্টারকিডকে দেখা মাত্রই ভালবাসায় ভরিয়ে দিল সকলে। টলিপাড়ার অন্যতম চর্চিত এই দুই স্টারের সন্তানেরা।

Tollywood Inside: ইউভানের সঙ্গে দেখা করতে এল ঈশান, মায়েদের কোলে দুই স্টারকিড, ভাইরাল ছবি

Follow Us

ইউভান ও ঈশান, বর্তমানে টলিউডের সবথেকে জনপ্রিয় স্টারকিড। ইউভান, রাজ চক্রবর্তী ও শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের ছেলে। অন্যদিকে ঈশান, যশ দাশগুপ্ত ও নুসরত জাহালের ছেলে। দুজনের বয়সে সামান্য ফারাক। তবে ইউভান সোশ্যাল মিডিয়ায় যতটা জনপ্রিয় ঊশান নয়। কারণ ছেলেকে খুব একটা প্রকাশ্যে আনেন না, নুসরত-যশ জুটি। তবে এবার দুই স্টারকিড মুখোমুখি। ছেলেকে নিয়ে শুভশ্রীর বাড়িতে গেলেন নুসরত জাহান। সন্তানদের কোলে নিয়ে গল্পে মত্ত দুই স্টারের পিছন থেকে তোলা ছবি পোস্ট হতেই তা সকলের নজর কাড়ল। পিছন থেকে এই ছবি তুললেন রাজ চক্রবর্তী। তা পোস্টও করে দিলেন, ক্যাপশনে লিখলেন, বলুনতো কে?

না, নেটিজ়েনরা পরীক্ষায় মোটেও ফেল করল না। সপাট উত্তর মিলল ঈশান। তবে এদিনও ঈশানের মুখ দেখানো হল না। তবে ছবি দেখা মাত্রই ভালবাসায় ভরিয়ে দিল নেটপাড়া। সকলেই একবাক্য বলে উঠল এটি ঈশানের ছবি। কারণ সাইড থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে অভিনেত্রী নুসরত জাহানের মুখ। তবে এই আড্ডার আসরে যশ দাশগুপ্ত ছিলেন কি না, তার কোনও উত্তর মিলল না।

ঝড়েক গতিতে ভাইরাল হয়েছে সেই ছবি। দুই স্টারকিডকে দেখা মাত্রই ভালবাসায় ভরিয়ে দিল সকলে। টলিপাড়ার অন্যতম চর্চিত এই দুই স্টারের সন্তানেরা। মায়েদের কোলে চেপে বাইরে দেখছে দুজনেই। এই পোস্ট পলকে নজর কাড়ে। অবসরে পরিবারের সঙ্গে মি টাইম কাটাতে দেখা যায় এই দুই স্টারকে। টলিউডের কাজ নিয়ে দুজনেই এখন বেজায় ব্যস্ত। সদ্য একটি ছবির শুটিং নিয়ে ব্যস্ত ছিলেন নুসরত। অন্যদিকে একের পর এক প্রজেক্ট নিয়ে শুভশ্রীর ব্যস্ততাও তুঙ্গে।

অন্যদিকে রাজ চক্রবর্তীও একা হাতে সামলে চলছেন দুইদিক। দিব্যি ব্যালান্স করছেন তিনি। একদিকে যেমন পরিচালনার কাজ, ঠিক তেমনই আবার অন্যদিকে তিনি সামলাচ্ছেন তাঁর এলাকাও, বিধায়ক রাজ চক্রবর্তী, কিংবা সিনেপাড়ার রাজ, দুই ভূমিকাতেই তিনি যথেষ্ট সক্রিয়।

Next Article