Varun Dhawan: কলকাতায় বরুণ, চতুর্দিকে তুমুল হইচই, ছবি তুলতে ব্যস্ত পুলিশও!
Varun Dhawan: ভিড় যে হবে সে আঁচ পাওয়া গিয়েছিল আগেই। আর সে কারণেই পরিস্থিতি সামাল দেওয়ার জন্য সাদা পোশাকে হাজির ছিল কলকাতা পুলিশও। কিন্তু...

মঙ্গলবারের দুপুর। শহর চলছিল তার নিজস্ব গতিতেই। শীতের আলসে রোদ গায়ে মেখে কল্লোলিনী যখন ধীর গতিতে আলমোড়া ভাঙার প্রস্তুতি নিচ্ছে ঠিক তখনই ভবানীপুর অঞ্চলে তুমুল হইচই। সৌজন্যে বরুণ ধওয়ান। সঙ্গে অবশ্য ছিলেন কৃতি শ্যাননও। এ দিন তাঁদের আগামী ছবির প্রচারে কলকাতায় এসেছিলেন ওঁরা। সংবাদমাধ্যমেরও মুখোমুখি হয়েছিল টিম ‘ভেড়িয়া’। কিন্তু রাস্তায় নামতেই তাঁদের ঘিরে ধরল আবেগতাড়িত জনতা। সাদা পোশাক পরে খানিক রণবীর সিং স্টাইলেই গাড়ির উপর উঠে পড়লেন বরুণ। হাত নেড়ে জনতাকে উৎসাহিত করলেন আরও জোরে চিৎকার করার জন্য। ব্যস, আর কী! উত্তেজনার পারদও উঠল চড়চড়িয়ে। চোখের সামনে হাজির ক্রাশ। এ আবেগ যে দমানোই যায় না।
ভিড় যে হবে সে আঁচ পাওয়া গিয়েছিল আগেই। আর সে কারণেই পরিস্থিতি সামাল দেওয়ার জন্য সাদা পোশাকে হাজির ছিল কলকাতা পুলিশও। কিন্তু চোখের সামনে জনপ্রিয় নায়ককে দেখে উর্দিধারীদের কয়েকজনেরও পকেট থেকে বেরিয়ে এল মুঠোফোন আর এরপরেই বরুণকে সাক্ষী রেখে ছবি তুলতে দেখা গেল তাঁদেরও।
View this post on Instagram
এ বছরের শেষটা যেন শহর জুড়ে একখন্ড বলিউড। কিছুদিন আগেই চুটিয়ে শুটিং করে গিয়েছেন অনুষ্কা শর্মা। মেয়ে ভামিকাকে নিয়ে কখনও কালীঘাট আবার কখনও গঙ্গার পার ঘুরে বেড়িয়েছেন আপন খেয়ালে। উপলক্ষ্য ভারতীয় মহিলা ক্রিকেট টিমের প্রাক্তন অধিনায়ক ঝুলন গোস্বামীর বায়োপিকের শুটিং। এখানেই কী শেষ নাকি? গতকাল অর্থাৎ সোমবার ‘শ্যাম বাহাদুর’ ছবির শুটিং করতে শহরে এসেছেন ভিকি কৌশল। আগামী বেশ কিছু দিন এ শহরই আস্তানা তাঁর। আজ অর্থাৎ মঙ্গলবার এলেন বরুণ। শোনা যাচ্ছে খুব শীঘ্রই আরও এক ছবির শুটিংয়ের জন্য শহরে আসার কথা অক্ষয় কুমারেরও। আবার আগামী বছর জানুয়ারি মাসে সোনাক্ষী সিনহাকে সঙ্গে নিয়ে হাজির হবেন সলমন খান। ফেব্রুয়ারি নাগাদ অরিজিৎ সিং করবেন তাঁর লাইভ শো, এই শহরের বুকেই। শীত এখনও সেভাবে না পড়লেও, তিলোত্তমা জুড়ে উৎসবের আমেজ। সেই আমেজেই যেন অনুঘটক তামাম বলিস্টারেরা।





