এক অন্য ধরনের জীবন কাটান সত্যজিৎ রায়ের নিখিলেশ (পড়ুন সত্যজিৎ রায়ের ‘ঘরে বাইরে’ ছবির নিখিলেশ)। কখনও এ পাহাড়ে, কখনও সে পাহাড়ে। কিন্তু কলকাতায় থিতু হয়ে যাননি এই বার্ধক্যে। অভিনেতা ভিক্টর বন্দ্যোপাধ্যায় এখন থাকেন মুসৌরিতে। এক অন্য জীবনযাত্রায় অভ্যস্থ হয়ে উঠেছেন জমিদার বংশের মানুষটি। নিজে ফোন তোলেন কম। তাঁকে পেতে সহকারীর সঙ্গেই যোগাযোগ করতে হয় সকলকে। কিন্তু শুক্রবার জানা গেল, তিনি কলকাতায়। এসেছেন একটি বাংলা ছবির শুটিংয়ের কাজে। শেষ শুটিং করেছিলেন ঋতুপর্ণা সেনগুপ্ত অভিনীত ‘আকরিক’ ছবিতে। কিন্তু সে জন্য তাঁকে কলকাতায় আসতে হয়নি। বরং শুটিং হয়েছিল পাহাড়েই। অর্থাৎ, ভিক্টরের প্রিয় জায়গায়। তবে এবার তিনি কলকাতায় এসেছেন নন্দিতা রায় এবং শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের একটি ছবিতে অভিনয় করবেন বলে। জমিয়ে শুটিং শুরুও করে দিয়েছেন ভিক্টর। সঙ্গী তাঁর অভিনেত্রী অনসূয়া মজুমদার।
এই ছবির ঘোষণাই কিছুদিন আগে করেছেন নন্দিতা-শিবপ্রসাদ। ছবির গল্পটি বাস্তবধর্মী। বাস্তবের একটি কাহিনি থেকেই উঠে এসেছে প্লট। সেই ছবিতে প্রথমবার জুটি হিসেবে অভিনয় করছেন মিমি চক্রবর্তী এবং আবির চট্টোপাধ্য়ায়। এবং সবচেয়ে বড় ব্যাপার ছবিটি মুক্তি পাবে আসন্ন পুজোতে। এর আগে পুজোর সময় কখনও কোনও ছবি মুক্তি পায়নি নন্দিতা-শিবপ্রসাদের। এটাই প্রথম। এবং সেই ছবিতেই একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন ভিক্টর বন্দ্যোপাধ্যায়।
শোনা যাচ্ছে, পশ্চিমবঙ্গের নানা জায়গায় শুটিং হবে ছবির। শুটিং হবে বোলপুর, বানতলা, ধূলাগড়ের মতো জায়গাতেও। এই ছবি নিয়ে ভীষণই আশাবাদী সকলে। সকলের বিশ্বাস, দর্শককে পুজোতে দারুণ কিছু উপহার দিতে চলেছেন তাঁরা।