সুইজারল্যান্ডে রাজ চক্রবর্তী, শুভশ্রী গঙ্গোপাধ্যায়। সঙ্গে ছেলে ইউভান। তাঁরা সপরিবারে প্রায়ই বেড়াতে যান। সেই ছবি ভাগও করে নেন সোশ্যাল মিডিয়াতে ভক্তদের সঙ্গে। তবে এবারের বেড়াতে যাওয়া বিশেষ উপলক্ষে। ছেলে ইউভানের জন্মদিন উপলক্ষে তাঁরা গিয়েছেন সুইজারল্যান্ডে। সেখানে রোপওয়ে করে বেড়াতে যাওয়ার ভিডিয়ো শেয়ার করেছেন রাজ। শুভশ্রীর কোলে ছেলে। ভিডিয়োতে শুভশ্রী শাহরুখ-কাজলের দিলওয়ালে দুলহনিয়া লে জায়েঙ্গে ছবির টিউন গুনগুন করছেন ছেলের সঙ্গে। রাজ ছেলেকে হ্যাপি বার্থ ডে বলছেন ব্যাকগ্রাউন্ড থেকে। কারণ তিনি ভিডিয়োটি করছেন। শুভশ্রী ছেলেকে থ্যাঙ্কু বলতে শেখাচ্ছেন, কিন্তু ইউভান নিজের তালে। সে নীচে গরু দেখে মাকে কাউ দেখাতে ব্যস্ত। তাঁদের এই পারিবারিক ভিডিয়ো পোস্ট হতেই সকলে ছোট্ট ইউভানকে জন্মদিনের শুভেচ্ছা ভালবাসায় ভরিয়ে দেন।
রাজ ভিডিয়োর পাশাপাশি একটি স্টিল ছবিও পোস্ট করেছেন। টিটিলস সুইৎজারল্যান্ড দিয়েছেন লোকেশন হিসেবে। তারপরও ভক্তরা কোথায় এটা জিজ্ঞাসা করেছেন পরিচালকের কাছে। তিনিও জানিয়েছেন। ভিডিয়ো থেকে স্টিল ছবির লাল হার্ট ইমোজিতে ভরেছে কমেন্ট বাক্স।
তবে ভিডিয়োতে একটা বিষয় চোখে পড়ার মতো। ছেলেকে গরু না শিখিয়ে বাবা-মা কাউ শেখাতে ব্যস্ত। আমরা বাংলা ভাষা নিয়ে কথা বলি। সন্তানকে শেখানোর সময় বাংলার বদলে নিজেরাই ইংরেজি শেখাই। রাজ-শুভশ্রী দুইজনেই মফস্বলের মানুষ। ছোট বাংলা ভাষা শিখেই বড় হয়েছেন। সন্তানকে বাংলা বলাতে অসুবিধে কোথায়? প্রশ্নটা স্বাভাবিক ভাবেই এসে যায়। আর ছেলেকে কী ব্র্যান্ডের পোশাক পরিয়েছেন, সেটা বার বার না দেখালে হয়তো শুভশ্রী পারতেন! ভাল মাঝে একটু খুঁতে থেকে গেল। শাহরুখ-কাজলের সিনেমার গানের স্মৃতি নিয়ে ভিডিয়োটি বেশ দৃষ্টিনন্দনই হয়েছিল।