Tolly Gossip: রাত পোহালেই প্রাক্তনের বিয়ে, নতুন পোস্টে কী লিখলেন অনিন্দিতা?

Tolly Gossip: তুখোড় প্রেম ছিল তাঁদের। একসঙ্গে কয়েক কোটি খরচ করে বাড়িও কিনেছিলেন খাস কলকাতার বুকে। আগামী জীবন গুলো একসঙ্গে কাটানোর পরিকল্পনাও ছিল। তবে না, প্রেম সফল হয়নি। বছর দুয়েক আগেই বিচ্ছেদ হয়ে যায় সৌরভ দাস ও অনিন্দিতা বসুর।

Tolly Gossip: রাত পোহালেই প্রাক্তনের বিয়ে, নতুন পোস্টে কী লিখলেন অনিন্দিতা?
অনিন্দিতা-সৌরভ।
Follow Us:
| Edited By: | Updated on: Dec 14, 2023 | 8:46 PM

তুখোড় প্রেম ছিল তাঁদের। একসঙ্গে কয়েক কোটি খরচ করে বাড়িও কিনেছিলেন খাস কলকাতার বুকে। আগামী জীবন গুলো একসঙ্গে কাটানোর পরিকল্পনাও ছিল। তবে না, প্রেম সফল হয়নি। বছর দুয়েক আগেই বিচ্ছেদ হয়ে যায় সৌরভ দাস ও অনিন্দিতা বসুর। কাল অর্থাৎ শুক্রবার সৌরভ দাসের বিয়ে। পাত্রী দর্শনা বণিক। বিয়ের আগে থেকেই নেটিজেনদের নজর ছিল অনিন্দিতার দিকে। তিনি কি এই নিয়ে মন্তব্য করবেন? কিছু বলবেন? নীরবতাই বজায় রেখেছেন সব সময়। তবে সৌরভের বিয়ের এক দিন আগে নতুন পোস্ট করেছেন নায়িকা। নিজের বেশ কয়েকটি ‘নো ফিল্টার’ ছবি পোস্ট করে তাতে দিয়েছেন সূর্যের ইমোজি। গুণমুগ্ধ ভক্তরাও করেছেন প্রশংসা, প্রিয় নায়িকাকে তো এভাবেই দেখতে চেয়েছেন তাঁরা… হাসিখুশি।

কেন ভেঙেছিল অনিন্দিতা ও সৌরভের প্রেম? শোনা যায়, সম্পর্কে তৃতীয় ব্যক্তির আগমন ভাল ভাবে নেননি অনিন্দিতা। মধুমিতা সরকারের সঙ্গে সৌরভের পাহাড় ভ্রমণের ছবি সামনে আসা নিয়েও নাকি হয় সমস্যা। পরবর্তীতে এক সাক্ষাৎকারে অনিন্দিতা বলেছিলেন, যে সৌরভকে চিনতেন সেই হঠাৎ অচেনা হয়ে গিয়েছিল। তাঁদের বিচ্ছেদের খবরও অনেক পরেই সামনে আসে। আপাতত অতীতের দিকে তাকানো নয়। দর্শনাকে ভালবেসেই আগামী দিনগুলো সুন্দর করে সাজাতে চাইছেন সৌরভ। দুই পরিবারই তৈরি। কাউন্টডাউন যে শুরু হয়ে গিয়েছে।