পরিবার অন্তঃপ্রাণ অভিনেত্রী শ্রীলেখা মিত্র। বাবা-মাকে প্রাণের চেয়েও বেশি ভালবাসেন তিনি। তবে তিনি সিঙ্গল চাইল্ড নন। তাঁর একটি ছোট ভাইও আছে। তাঁর বিয়ে হয়েছে অনেক বছর আগে। ভাইয়ের স্ত্রীর জন্মদিনে তাঁর উদ্দেশে একটি ফেসবুক পোস্ট করেছেন শ্রীলেখা। সেখানে ব্যক্ত করেছেন বউমা সোনিয়া মিত্র সম্পর্কে কিছু কথা। আভাস মিলেছে ঠিক কী ধরনের ননদ তিনি।
শ্রীলেখা লিখেছেন, “আমাদের আদরের বউমা সোনিয়ার আজ জন্মদিন। আমার ক্ষ্যাপা ভাইয়ের একটি মাত্র বউ। আমাদের জিকোবাবুর মা। ওর বউভাতের দিন আমি সাজিয়ে দিয়েছিলাম। আর বাবাকে বলেছিলাম, আজ থেকে তোমার দুটো মেয়ে,মেয়ের মতো নয়,… মেয়ে।
দূরত্বের কারণে বাবাকে সবসময় গিয়ে দেখতে পারতাম না। নিশ্চিন্তে থাকতাম। কারণ, সোনিয়া আছে এবং সত্যিই তাই। ও বাবাকে শেষ পর্যন্ত আগলে রেখেছিল। সংসারে নিমজ্জিত করল নিজেকে। আমি বারবার বলি, পড়াশোনা করেছিস, কিছু একটা কর। বেচারির এক মুহূর্ত সময় নেই।
দু’জনেই আমরা virgo। সেটাই শুধু কারণ নয়। আমরা দু’জন দু’জনকে সত্যিই ভালোবাসি, বুঝি। আমাকে একটা দারুণ কমপ্লিমেন্ট দিয়েছিল একবার.. “জানো দিদিয়া বিয়েতে আমার শ্রেষ্ঠ পাওনা কি?” তোমার মতো একটা দিদি। নিশ্চিন্ত হলাম যে ‘ননদিনী রায়বাঘিনী’ নয়। আমি ওর দিদি হলাম ।
অবশ্যই এটা জিকো হওয়ার আগে। ইদানিং ওকে আমার কেমন যেন মা-মা লাগে। মায়ের মতোই আগলে রেখেছে গোটা সংসারটা আমাদের। খুব খুব খুব ভাল থাক, শান্তিতে থাক আমার সোনা মা’টা।”
মাস কয়েক আগে বেনারসে বেড়াতে গিয়েছিলেন শ্রীলেখা। একা যাননি। সঙ্গে গিয়েছিল ভাইয়ের পরিবারও। ভাইয়ের পুত্র জিকোর বেবি সিটিং করেছিলেন শ্রীলেখা। কাপল টাইম কাটাতে দিয়েছিলেন তাঁদের।