Prosenjit Chatterjee-Sreelekha Mitra: প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের কোন বিষয়টিকে ‘শেখার মতো জিনিস’ বলে মনে হয়েছে শ্রীলেখা মিত্রর?

TV9 Bangla Digital | Edited By: Sneha Sengupta

Nov 06, 2023 | 8:50 PM

Prosenjit-Sreelekha: বছর খানেক আগে (সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর) একটি ফেসবুক লাইভ করে শ্রীলেখা অভিযোগ করেছিলেন, প্রসেনজিৎ চট্টোপাধ্য়ায়, ঋতুপর্ণা সেনগুপ্তর মতো তারকারা নাকি তাঁকে ইন্ডাস্ট্রিতে কাজ করতে দেননি। যদিও এ ব্যাপারে প্রসেনজিতকে কখনওই কোনও মন্তব্য প্রকাশ করতে শোনা যায়নি। শ্রীলেখা নিজেও কথাগুলো প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে সামনাসামনি বলেছিলেন। তাতেও তিনি রাগ প্রকাশ করেননি। সোমবার শ্রীলেখার এই পোস্টে রয়েছে সেই প্রসেনজিতেরই উল্লেখ।

Prosenjit Chatterjee-Sreelekha Mitra: প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের কোন বিষয়টিকে শেখার মতো জিনিস বলে মনে হয়েছে শ্রীলেখা মিত্রর?
প্রসেনজিৎ এবং শ্রীলেখার এক সময়টার ফটোশুটের ছবি।

Follow Us

প্রসেনজিৎ চট্টোপাধ্য়ায়ের পাশে এবার শ্রীলেখা মিত্র। যে প্রসেনজিৎকে কেন্দ্র করে এক সময় ‘বিতর্কিত’ মন্তব্যের জেরে সংবাদ মাধ্যমের শিরোনামে ফিরে-ফিরে আসতেন তিনি, সেই শ্রীলেখাই কি না এবার প্রসেনজিতের পাশে? হ্যাঁ–ঠিকই পড়ছেন। তবে প্রসেনজিৎ অভিনীত কোনও সিনেমা বা সিরিজ়ের নায়িকা হিসেবে নন, এক পেশাদার ফটোগ্রাফারের কফি টেবিল বুকে ‘ঠোঁট কাটা’ শ্রীলেখার সঙ্গে রয়েছে প্রসেনজিৎ চট্টোপাধ্য়ায়ের ছবিও। অবশ্যই একই ফ্রেমে বন্দি নন প্রসেনজিৎ-শ্রীলেখা। তবুওএই কফি টেবিল বুক ও তাঁর গ্রন্থকার সম্পর্কে ফেসবুকে দু-চার কথা লিখতে গিয়ে স্টেটাসে ইন্ডাস্ট্রির আর কারও নাম নয়–প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের নামটিই লিখেছেন শ্রীলেখা।

বছর খানেক আগে (সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর) একটি ফেসবুক লাইভ করে শ্রীলেখা অভিযোগ করেছিলেন, প্রসেনজিৎ চট্টোপাধ্য়ায়, ঋতুপর্ণা সেনগুপ্তর মতো তারকারা নাকি তাঁকে ইন্ডাস্ট্রিতে কাজ করতে দেননি। যদিও এ ব্যাপারে প্রসেনজিতকে কখনওই কোনও মন্তব্য প্রকাশ করতে শোনা যায়নি। শ্রীলেখা নিজেও কথাগুলো প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে সামনাসামনি বলেছিলেন। তাতেও তিনি রাগ প্রকাশ করেননি। সোমবার শ্রীলেখার এই পোস্টে রয়েছে সেই প্রসেনজিতেরই উল্লেখ।

প্রশ্ন: কেবল প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের নাম লিখলেন কেন?

শ্রীলেখা: কফি টেবিল বইয়ের প্রচ্ছদে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। তাই আমি তাঁর নাম নিয়েছি। আমার কিন্তু এর পিছনে কোনও উদ্দেশ্য নেই। আগেই বলে দিচ্ছি। ছবিটা প্রসেনজিতের। কভারটা লোককে দেখাব বলেই ছবিটা দেওয়া।

প্রশ্ন: যেহেতু আপনি প্রসেনজিতের ছবি দিয়েছেন এবং অন্য কারওর দেননি, প্রসেনজিৎ চট্টোপাধ্যায় সম্পর্কে আপনার এক সময়কার অভিযোগ ছিল তিনি আপনাকে ইন্ডাস্ট্রিতে কাজ করতে দেননি। এখন কথাগুলো ভাবলে কেমন লাগে?

শ্রীলেখা: আমি সেদিন লাইভে যা বলেছিলাম, একটাও মিথ্যা কথা ছিল না। সব সত্যি ছিল। আমি বানিয়ে-বানিয়ে কথা বলি না। আজ পর্যন্ত মিথ্যা কথা বলিনি। আরও বড় ব্যাপার, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কেও কিন্তু আমি সামনাসামনি কথাগুলো বলেছিলাম। তিনি কিন্তু সেদিনও রাগ করেননি। এটা একটা শেখার মতো জিনিস। আমি মানুষটা পুরোটাই স্বচ্ছ। ক্যামেরার সামনেই অভিনয় করি, পিছনে অভিনয় করি না, করবও না…

প্রশ্ন: উনি তো আপনাকে নিয়ে কিছু বলেননি কোনওদিন… এ ব্যাপারে আপনার কী প্রতিক্রিয়া?

শ্রীলেখা: আমার সম্পর্কে বলার মতো কিছু আছে বলে তো আমি মনে করি না। তাই কিছু বলতে পারেননি। আমি আজ পর্যন্ত কাউকে ঠকাইনি। কোনও প্ররোচনায় পা দিইনি। শর্টকাট পথ অবলম্বন করে বিখ্যাত হইনি। তাই আমাকে নিয়ে বলার মতো কিছু তৈরিও হয়নি।

Next Article