AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Rituparna Sengupta: ঘুম ভেঙে কাক ভোরে কী করেন ঋতুপর্ণা? ভিডিয়ো দেখে মুগ্ধ ভক্তরা

Viral Video: এক উপহার দিলেন ঋতুপর্ণা সেনগুপ্ত। ঘুম ভেঙে কী করেন তিনি, দিলেন তারই একচিলতে ভিডিয়ো। যা দেখা মাত্রই মুগ্ধ সকলে।

Rituparna Sengupta: ঘুম ভেঙে কাক ভোরে কী করেন ঋতুপর্ণা? ভিডিয়ো দেখে মুগ্ধ ভক্তরা
| Edited By: | Updated on: Feb 26, 2023 | 3:58 PM
Share

ঋতুপর্ণা সেনগুপ্ত, টলিউডের এই অভিনেত্রী বরাবরই চর্চার কেন্দ্রে জায়গা করে নিয়ে থাকেন তাঁর নানা বিধ পোস্ট ঘিরে। ভাল ছবি দর্শকদের উপহার দেওয়ার পাশাপাশি আরও অন্যান্য কাজেও ব্যস্ত থাকেন তিনি। দুই দেশ মিলিয়ে চুটিয়ে করছেন সংসার। তবে সেলেবদের যতই কাছে পৌঁছে যাওয়া যাক না কেন দর্শকেরা বরাবরই কম বেশি কৌতুহলি তাঁদের অন্দরমহলের কাহিনি জানতে। আর সেলেবরা যদি সেই রসদ নিজেরাই হাতে তুলে দেন, তবে বলাই বাহুল্য যে সক বেশি সকলেই বেশি খুশি হয়ে যান। এবার তেমনই এক উপহার দিলেন ঋতুপর্ণা সেনগুপ্ত। ঘুম ভেঙে কী করেন তিনি, দিলেন তারই একচিলতে ভিডিয়ো। যা দেখা মাত্রই মুগ্ধ সকলে।

অভিনেত্রী কাক ভোরেই চোখ খোলেন। গোটা শহর তখন অন্ধকারে ডুবে রয়েছে। ধীরে ধীরে উঁকি দিচ্ছে সূর্য। তেমনই সময় সূর্য প্রমাণ করে যোগা করছেন অভিনেত্রী। সকালে ঘুমটা তাঁর এভাবেই ভাঙে। সেই ভিডিয়ো রবিবার সকলের সঙ্গে শেয়ার করে লিনে তিনি। মুহূর্তে যা নজর কাড়ে নেটপাড়ার। চলতি বছরের প্রথম মাসেই মুক্তি পেয়েছে ঋতুপর্ণা সেনগুপ্তের ছবি। ‘মায়াকুমারী’ মুক্তি পেয়েছে ১৩ জানুয়ারি। সিনেমা জগৎকে নিয়ে ছবি তৈরি করেছেন পরিচালক অরিন্দম শীল।

TV9 বাংলা তাঁকে জিজ্ঞেস করেছিল, এই ‘মায়াকুমারী’ নামটার সঙ্গে ঋতুপর্ণা সেনগুপ্ত কতখানি নিজের মিল খুঁজে পান? উত্তরে টলি-কুইন বলেছিলেন, “একটা কথা ঠিক, অনেকেই বলেন ঋতুপর্ণা সেনগুপ্তর মধ্যে অনেক মায়া আছে। সেখান থেকে মায়ার মিল। অন্যদিকে, বলা হয় ঋতু বদলায়, কিন্তু ঋতুপর্ণা বদলায় না। তা হলে ‘কুমারী’। এটাই আমার বিশ্লেষণ। এটাই করেছি। এটা কিন্তু পুরোটাই মজা করে বললাম। আমার মনে হয় আমরা প্রত্যেকেই একটা মায়ার মধ্যে, একটা বন্ধনের মধ্যে আছি।” আর ঠিক সেই মায়ার মতই ধরা দিলেন তিনি তাঁর এই ভিডিয়োতে। ঝড়ের গতিতে ভাইরাল হল তা সোশ্যাল মিডিয়ায়।