Aritra Dutta Banik: বাংলা ছবির অবিচ্ছেদ্য অংশ ছিলাম, একদিন হঠাৎ হারিয়ে গেলাম…: অরিত্র দত্ত বণিক

Tollywood Actor: কেমন কাটছে বাংলার এই জনপ্রিয় শিশু শিল্পীর পরবর্তী জীবন? কী বললেন অভিনেতা? কেমন আছেন তিনি?

Aritra Dutta Banik: বাংলা ছবির অবিচ্ছেদ্য অংশ ছিলাম, একদিন হঠাৎ হারিয়ে গেলাম...: অরিত্র দত্ত বণিক
অরিত্র দত্ত বণিক।

| Edited By: Sneha Sengupta

Jul 23, 2022 | 8:26 AM

সেই ২০০৩ সাল থেকে বাংলা ছবির পর্দায় যে ক’জন শিশু শিল্পী এসেছে, তাদের মধ্যে অন্যতম উল্লেখযোগ্য নাম অরিত্র দত্ত বণিক। দেবের ছবির অবিচ্ছেদ্য অংশ ছিলেন তিনি। একাধিক বাংলা ছবিতে কাজ করেছিলেন অরিত্র। তাঁর ছবির ঝুড়িতে রয়েছে ‘চিরদিনই তুমি যে আমার’, ‘পরাণ যায় জ্বলিয়া রে’, ‘চ্যালেঞ্জ’, ‘লে ছক্কা’, ‘খোকাবাবু’র মতো বাংলা ছবি। অরিত্র স্ক্রিনে থাকা মানেই মজার কিছু একটা ঘটবেই। কেবল ছবি নয়, অরিত্র ধারাবাহিকেও কাজ করেছিলেন সে সময়। যেমন ‘তিথির অতিথি’, ‘সুখ’, ‘এই ঘর এই সংসার’। ‘ডান্স বাংলা ডান্স জুনিয়র’ রিয়্যালিটি শো সঞ্চালনা করেছেন। তারপর অনেকগুলো বছর বেপাত্তা ছিলেন অরিত্র। এবার সেই শিশু শিল্পী ফিরে এসেছেন… দেখুন কী বলছেন তিনি। কী তাঁর পরিকল্পনা ভবিষ্যতে…

তাঁর ফেসবুক পোস্টে অরিত্র লিখেছেন, “শিশু শিল্পী হিসেবে একটা সময় আমি বাংলা ছবি ও টেলিভিশনের অবিচ্ছেদ্য মুখ ছিলাম। কিন্তু একদিন হঠাৎই গায়েব হয়ে গেলাম। আমি চেয়েছিলাম, মানুষ যাতে আমাকে পর্দা থেকে পুরোপুরি ভুলে যান।”

মানুষ তাঁকে ভুলে যান, এমনটা কেন চেয়েছিলেন অরিত্র। অভিনেতা এর ব্যাখ্যা দিতে গিয়ে লিখেছেন, “কমেডি অভিনেতা হিসেবে একঘেয়ে হয়ে গিয়েছিলাম আমি।” তা হলে কি অভিনয় থেকে দূরে সরে গিয়েছেন অরিত্র? একেবারেই না। তিনি নতুন করে শুরু করতে চেয়েছেন। লিখেছেন, “নতুনের মতো শুরু করছি। একেবারে শূন্য থেকে। নতুন চরিত্র, নতুন অবতারে ফিরতে চাই। কাজ করতে চাই কলকাতা ও মুম্বই ফিল্ম ইন্ডাস্ট্রিতে। দেখুন আমার নতুন লুক। ছবিটার নাম ‘ওয়েভলেন্থ’। ছবির পরিচালক রুদ্রজিৎ রায়। লিখেছেন রাহুল রায়…”