Sreelekha Mitra: দেব আনন্দ, বব ডিলন নাকি কিশোর কুমার; কাকে খেতে চান শ্রীলেখা মিত্র?

TV9 Bangla Digital | Edited By: Sneha Sengupta

Sep 20, 2023 | 7:34 PM

Tollywood: জীবনটা তাঁর খোলা বইয়ের মতো। সোশ্যাল মিডিয়ায় জীবনের সব খুঁটিনাটি শেয়ার করেন অভিনেত্রী শ্রীলেখা মিত্র। সম্প্রতি উত্তরাখণ্ডে বেড়াতে গিয়েছেন শ্রীলেখা। সেখান থেকেই এমন পোস্ট করেছেন অভিনেত্রী। তা দেখে ভেসে এল মজার-মজার কমেন্ট।

Sreelekha Mitra: দেব আনন্দ, বব ডিলন নাকি কিশোর কুমার; কাকে খেতে চান শ্রীলেখা মিত্র?
শ্রীলেখা মিত্র।

Follow Us

দিন কয়েক আগে দিল্লি গিয়েছিলেন অভিনেত্রী শ্রীলেখা মিত্র। ভাল করে গুছিয়ে নিয়েছিলেন নিজের ব্যাগও। কেন না, দিল্লি সফরের পরই নিজের একান্ত সফর শুরু করতে চলেছিলেন বাঙালি অভিনেত্রী। ভাবনা মতো কাজ হয়েছে তাঁর। কাজ মিটতেই পাড়ি দিলেন উত্তরাখণ্ডে। নিরিবিলি পাহাড়ি আবহাওয়ায় দারুণ মুহূর্ত কাটাচ্ছেন তিনি। সেখানেই কিশোর কুমার, বব ডিলন এবং দেব আনন্দকে খেতে চেয়েছেন অভিনেত্রী।

আসলে হয়েছে কী, অভিনেত্রীর এক চেনাজানা তাঁকে একটি রেস্তোরাঁর হদিশ দিয়েছিলেন সেখানে। সেই রেস্তোরাঁর নাম ‘দ্যা সিক্সিজ় ক্যাফে’। মেনু কার্ডে লেখা খাবারের পদের নাম – ‘বব ডিলন’, ‘কিশোর কুমার’, ‘দেব আনন্দ’। রয়েছে ‘দ্যা বিটলস’ও। ভাবা যায়! মেনু কার্ডে কিশোর কুমার হলেন আলুর পরোটা। বব ডিলন হলেন কলার ফ্র্যাপে। এবং দেব আনন্দ ফ্রুট জুস, মাসালা পাও…। একেকটি মেইন কোর্সের কম্বোর নাম। শ্রীলেখা লিখেছেন, “কাকে খাব, দেব আনন্দ, বব ডিলন নাকি কিশোর কুমার?”

পোস্টের তলায় অনুরাগীরা মতামত দিয়েছেন, “কিশোরদাকে খেয়ে নাও”। কারও পরামর্শ, “অর্ডার করো সব কটা। মুড অনুযায়ী খেয়ে নাও।” উত্তরাখণ্ডের ঝর্ণাতেও স্নান করেছিলেন শ্রীলেখা। তাতে উল্লেখ করেছিলেন মন্দাকিনীর নাম। ক্যাপশনে লিখেছিলেন, “মন্দাকিনী না শ্রীলেখা। এই উচুতে উঠতে গিয়ে  আমার পা খুলে এসেছিল হাতে। কিন্তু শেষমেশ… দারুণ উফ। ছবি তুলেছেন আমার একান্ত ভ্রমণের ফটোগ্রাফার এয়ার বিএনবির ছেলেটি। না মানে কারওর যদি সন্দেহ হয়, তাই বলা কী!”

Next Article